বিনোদন
মনোজ পায়েলের বিয়ে!
স্টাফ রিপোর্টার
২০২১-০৬-২৯
অভিনয় জগতের আলোচিত মুখ কেয়া পায়েল। গত ঈদে তার অভিনীত ১৪টি খণ্ড নাটক ও ৪টি ৭ পর্বের ধারাবাহিক প্রচার হয়। অপরদিকে তরুণ অভিনেতা হিসেবে মনোজ প্রামাণিকও চলতি সময়ের ব্যস্ত অভিনেতা। তার ঝুলিতে আছে প্রায় অর্ধশত নাটক। তবে এবার গুঞ্জন উঠেছে তারা নাকি বিয়ের পিঁড়িতে বসেছেন! তবে বাস্তবে না হলেও কেয়া কসমেটিকস লিমিটেড নিবেদিত ‘ওয়েডিং স্টোরি’ শর্টফিল্মে প্রথমবারের মতো এমন রূপেই এই জুটিকে অভিনয় করতে দেখা গেছে। এটি প্রযোজনা করেছেন এম মিরাজ হোসেন ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। কেয়া কসমেটিকস লিমিটেডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রতি নাটকটি প্রিমিয়ার হয়েছে।