শিক্ষাঙ্গন

শিক্ষার্থী কথন (৪)

এসএসসি পরীক্ষার্থীর প্রশ্ন- আমি কী কলেজের পড়া শুরু করে দেবো?

পিয়াস সরকার

২৬ জুন ২০২১, শনিবার, ৯:৩৪ পূর্বাহ্ন

পরীক্ষা হচ্ছে না। সারাদিন বাড়িতে থাকতে ভালোও লাগে না। আমি অটোপাস চাই না। জেএসসি’তে রেজাল্ট খারাপ হয়েছে আমার। এবারও অটোপাস দিলে এসএসসি’র রেজাল্ট খারাপ হবে। আমার প্রিপারেশন ভালো আছে। ইফফাত আরা তিনা ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুরের শিক্ষার্থী। আশাবাদ ব্যক্ত করে তিনা আরো বলেন, ইনশাল্লাহ পরীক্ষা হলে রেজাল্ট ভালো হবে।

তিনা বলেন, আগে টিউশনি পড়তাম। রোজার সময় করোনা আক্রান্ত হলাম। এরপর থেকে টিউশনি বন্ধ। সংক্ষিপ্ত সিলেবাস শেষ হয়েছে অনেক আগেই। অনেকেই বলছে কলেজের পড়া শুরু করে দাও। কিন্তু আম্মু বলে, এখন যেটা নিয়ে আছো সেটাই করো। না হলে দুটার একটাও ভালোমতো হবে না। তিনা প্রশ্ন রেখে বলেন, আমি কী কলেজের পড়া শুরু করে দেবো?

তিনা আরো বলেন, আগে অনলাইনে অতোটা সময় কাটাতাম না। এখন ফ্রি ফায়ার, পাবজি গেম খেলি। এছাড়াও মুভি দেখেও সময় কাটে। আমি জানি এটা খারাপ। কিন্তু আমার করণীয় কী আছে? সময়তো কাটাতে হবে। আমার দৈনন্দিন রুটিন সব ভেস্তে গেছে। এখন ঘুম থেকে উঠি দুপুর ১২টা, ১টায়। ঘুমাই রাত ৩টা, ৪টায়। গেম খেলেই সময় কাটাই। রাত দিন এক হয়ে গেছে। এখন একটাই চাওয়া দ্রুত পরীক্ষা নেয়া হোক। এভাবে আর ধৈর্য ধরা যাচ্ছে না। অটোপাস চাই না, দ্রুত পরীক্ষা চাই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status