বিনোদন

সাইকেল চালিয়ে ডিম-পাউরুটি বিক্রি করছেন সোনু সুদ!

বিনোদন ডেস্ক

২৫ জুন ২০২১, শুক্রবার, ১০:৫৯ পূর্বাহ্ন

ছিলেন রুপালি পর্দার খলনায়ক। আর বাস্তবে তিনিই হয়ে গেলেন নায়ক। আর শুধু নায়কই নয়, লকডাউনে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে সোনু সুদ তো একেবারে মসিহা! এমনকি শোনা গিয়েছিল বিহারের এক শহরে সোনুর নামে নাকি মূর্তিও তৈরি করেছেন তার অনুরাগীরা। আর এবার ক্ষুদ্র ব্যবসাকে উৎসাহিত করতে প্রচারে নামলেন সোনু সুদ। সাইকেল চালিয়ে ডিম-পাউরুটি বিক্রি শুরু করে দিলেন! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সোনু সুদের এই ভিডিও। যেখানে দেখা গিয়েছে সাদা টি-শার্ট, নীল জিন্স পরে সাইকেল চালাচ্ছেন সোনু। সাইকেলে রয়েছে ব্যাগ ভর্তি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। রয়েছে ডিম, পাউরুটি, মাখন, বিস্কুট। শুধু সাইকেল চালাচ্ছেন তাই নয়, চিৎকার করে বিক্রিও করছেন এসব। সঙ্গে বলছেন, ডেলিভারি চার্জ রয়েছে! সোনু এই ভিডিওতে উৎসাহ দিয়েছে ক্ষুদ্র ব্যবসাকে। বেকারত্ব মেটাতে যুবকদের এই পদক্ষেপ নিতে বলছেন সোনু। ভিডিও-র শুরুতে সোনু বলছেন, কে বলেছে শপিং মল বন্ধ ? সব থেকে বেশি দরকারি ও সব থেকে বেশি মূল্যবান সুপারমার্কেট এখন তৈরি। দেখুন সব কিছু আছে আমার কাছে। ডিম আছে যার দাম ৬ টাকা। চল্লিশ টাকার পাউরুটি আছে । ২২ টাকার ছোট পাউরুটিও রয়েছে। মুড়ি আছে, চিপসও রয়েছে। গত বছর লকডাউনে পরিযায়ী শ্রমিকদের নিজের খরচায় নিজ নিজ রাজ্যে পাঠিয়ে ছিলেন সোনু। এ বছরও করোনা আবহে নিজের দায়িত্বে সাধারণ মানুষের কাছে অক্সিজেন সিলিন্ডারের জোগান দিয়েছেন তিনি। অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছিলেন পড়ুয়াদের জন্য। আর এবার বেকারত্ব ঘোচাতে সোনু সুদের এই নতুন বিজনেস প্ল্যান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status