অনলাইন

কুষ্টিয়ায় একদিনে করোনায় ৭ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

২৫ জুন ২০২১, শুক্রবার, ৯:৫৭ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ২৬৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ শতাংশ। করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের।
কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎকদের। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা রোগীর জন্য ১শ’ বেডের বিপরীতে বর্তমানে ১৭২ জন রোগী ভর্তি রয়েছে। আপাতত জরুরি সেবা ছাড়া হাসপাতালের সকল বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ রাখা হয়েছে।
এদিকে লকডাউন কার্যকর করার জন্য জেলা ও উপজেলা শহরের বিভিন্ন স্থানে পুলিশের ব্যারিকেড বসানো হয়েছে। এ ছাড়াও করোনা স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে প্রতিদিন। গতকাল বৃহস্পতিবার জেলাজুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৯টি মামলায় ৭৭ জনের ১ লাখ ১৭ হাজার টাকা অর্থদন্ড ও একজনের কারাদন্ড দেওয়া হয়েছে।
উল্লেখ্য, অস্বাভাবিক হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় ২০শে জুন মধ্য রাত থেকে ২৭শে জুন মধ্য রাত পর্যন্ত ৭দিনের কঠোর লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন। লকডাউনের আজ ৫ম দিন চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status