শেষের পাতা

খুলনা যেন মৃত্যুপুরী তবু নেই সচেতনতা

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

২৫ জুন ২০২১, শুক্রবার, ৯:৩৬ অপরাহ্ন

 গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনাভাইরাসে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে বিভাগে নতুন করে শনাক্ত হয়েছেন ৯১৭ জন। প্রতিদিন বিভাগের ১০ জেলায় বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। কোনোভাবেই থামানো যাচ্ছে না মৃত্যুর মিছিল শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে পড়েছে করোনা মহামারি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ও আইসিইউ ওয়ার্ডের বাইরে। কিছুক্ষণ পর পর শোনা যাচ্ছে স্বজন হারানোর আর্তনাদ।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সর্বোচ্চ ৭ জন, যশোরে ৫ জন, ঝিনাইদহে ৩ জন, চুয়াডাঙ্গায় ২ জন, সাতক্ষীরায় ২ জন এবং মেহেরপুরে ১ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১৬ জনে। মোট শনাক্ত হয়েছে ৪৮ হাজার ৭৯৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ৬৭৬ জন।
খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় নগরীর সদর থানা এলাকার আসমা (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৩০ শয্যার করোনা হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১৪৮ জন রোগী ভর্তি ছিল। যার মধ্যে রেড জোনে ৯৭ জন, ইয়ালো জোনে ১২ জন, এইচডিইউতে ২০ জন এবং আইসিইউতে ১৯ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, বুধবার রাতে খুমেকের পিসিআর মেশিনে ৫৬৩ জনের নমুনা পরীক্ষায় ১৯১ জনের করোনা পজেটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৪৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ১০ জন, যশোরে ৬ জন, সাতক্ষীরায় ৪ জন, পিরোজপুরে ১ জন, নড়াইলে ১ জন ও ঝিনাইদহের একজন রয়েছেন। খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় খুলনার ৮৬৭টি নমুনা পরীক্ষার বিপরীতে ২৬০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। যা মোট নমুনা পরীক্ষার ২৯ শতাংশ।
এদিকে, হাসপাতালে করোনা রোগী বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম অবস্থা। খুলনা অক্সিজেন ব্যাংকের অর্থ সম্পাদক মো. আসাদ শেখ বলেন, প্রতিদিনই করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যাও। বলতে গেলে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে খুলনা। হাসপাতালে রোগীর চাপ বেড়েই চলেছে। হাসপাতালের করোনা ইউনিটগুলোতে ধারণ ক্ষমতার বাইরে রোগী ভর্তি রয়েছে। তিনি জানান, বুধবার বিকালে অক্সিজেন সংকটে থাকা বটিয়াঘাটার বিরাট এলাকা থেকে করোনায় আক্রান্ত খাদিজাকে আমাদের কাছে নিয়ে আসেন তার স্বজনরা। আমরা সাধ্য অনুযায়ী অক্সিজেনের ব্যবস্থা করি। পরে তাকে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাই। সেখানে বেড খালি নেই। অক্সিজেনেরও সংকট রয়েছে। এভাবে রোগী হাসপাতালে ভর্তি হতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status