শেষের পাতা

চুয়াডাঙ্গায় শতভাগ করোনা শনাক্ত, স্বাস্থ্য বিভাগের ভিন্ন ব্যাখ্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

২৫ জুন ২০২১, শুক্রবার, ৯:৩৬ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের হার শতভাগ স্পর্শ করেছে। বুধবার রাতে আসা ৪১টি করোনা ফলাফলে ৪১টিই করোনা শনাক্ত হয়েছে। এতে জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে সচেতনতা দেখা যাচ্ছে না কারণে-অকারণে অনেককে রাস্তায় নেমে ঘুরতে দেখা যাচ্ছে। গতকাল সকাল থেকে শতভাগ করোনা শনাক্তের বিষয়টি শহরে মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। এরপর চুয়াডাঙ্গার স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে।
বুধবার রাতে চুয়াডাঙ্গার স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ২৪ ঘণ্টায় আসা ৪১টি করোনা ফলাফলে ৪১ জনের করোনা শনাক্ত হয়।
গতকাল সকালে এ বিষয়ে চুয়াডাঙ্গার করোনা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. আওলিয়ার রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, বুধবার ৪১ জনে ৪১ জনের শনাক্তের যে তথ্য পূর্বে সরবরাহ করা হয়েছে, সেটি সঠিক নয়। মূলত এগুলো র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের ফল। এতে যাদের নেগেটিভ ছিল তাদের গণনায় রাখা হয়নি। শুধুমাত্র পজেটিভ ফলগুলোকে গণনা করা হয়েছে। নেগেটিভ নমুনাগুলো নিশ্চিতকরণের জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। ফলে গড় ফলাফল শতভাগ দেখা গেছে। প্রকৃতপক্ষে বুধবার মোট পরীক্ষা হয়েছে ২০১টি। এর মধ্যে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও পরে পিসিআর ল্যাব থেকে রিপোর্ট এসেছে ৯১টির মধ্যে পজেটিভ ৪৯টি। সব মিলিয়ে বর্তমানে গড় শনাক্ত হয়েছে ৪৫ দশমিক ৪৬ শতাংশ।
সাম্প্রতিক সময়ে চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের হার বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যে জেলা প্রশাসন জেলার দুটি উপজেলা, একটি পৌর এলাকা ও একটি ইউনিয়নে কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছে। একইসঙ্গে এ আদেশ বাস্তবায়নে প্রচারণাও চালানো হচ্ছে। পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status