বিনোদন

অপেক্ষা করতে চান বিশ্বজিৎ

স্টাফ রিপোর্টার

২৫ জুন ২০২১, শুক্রবার, ৭:১৮ অপরাহ্ন

করোনার এই সময়ে শুরু থেকেই সচেতনতার সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলছেন দেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। এমনকি গত বছর থেকেই ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে অসহায় সংস্কৃতি কর্মীদের জন্য নিভৃতেই কাজ করে গেছেন এ শিল্পী। এদিকে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় অন্য অনেকের মতোই বেশ চিন্তায় আছেন বিশ্বজিৎ। তিনি বলেন, আসলে মনে হয় না সহসাই করোনা পরিস্থিতি ঠিক হবে। বরঞ্চ অবস্থা দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে। আমাদের দেশে তো এখন আক্রান্ত ও মৃতের সংখ্যাও বাড়ছে। এ অবস্থায় দেশের বেশির ভাগ মানুষ খারাপ অবস্থায় রয়েছেন। শিল্প-সংস্কৃতির লোকেরা তো ঘোর অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এমন সময়ে গান প্রকাশের চিন্তাও মাথায় আনতে পারছি না। যদিও অনেক ভক্তই জিজ্ঞেস করেন নতুন গানের কথা। একদিকে করোনা আতঙ্কে রয়েছেন মানুষ, অন্যদিকে অনেকে নিঃস্ব হয়ে গেছেন এই করোনায়। আবার অনেকে টিকে থাকার চেষ্টা করছেন। এমন সময় আসলে মানুষ গান শোনার মুডে নেই। তাই আমি আরও অপেক্ষা করতে চাই। এদিকে এরইমধ্যে কুমার বিশ্বজিৎ ৩টি নতুন গানে কণ্ঠ দিয়েছেন। এগুলোর সুর করেছেন কিশোর দাশ, রাজীব ও মুন। কোরবানির ঈদেই এগুলো প্রকাশের কথা ছিল। তবে এখন সেগুলো ঈদে প্রকাশ করবেন কিনা বলতে পারছেন না। এ বিষয়ে বিশ্বজিৎ বলেন, গান তো প্রকাশ করাই যায় যেকোনো সময়। কিন্তু আমি এমন সময়ে গান প্রকাশ করতে চাই না যখন মানুষ মৌলিক চাহিদা পূরণেও কষ্ট পাচ্ছে। করোনার কারণে কঠিন সময় পার করছে মানুষ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গান প্রকাশের চিন্তা করবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status