অনলাইন
সেনাবাহিনীর সঙ্গে জনগণের দূরত্ব থাকবে না: সেনাপ্রধান
স্টাফ রিপোর্টার
২০২১-০৬-২৪
দায়িত্ব পালনে সবার সহযোগিতা চেয়েছেন নতুন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সেনাবাহিনীর সঙ্গে জনগণের দূরত্ব থাকবে না। সেনাবাহিনীর সঙ্গে মিডিয়ার দূরত্ব থাকবে না।
আজ তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, ২০২১ সালের একটি বিশেষ গুরুত্ব আছে। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি। সেইসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী যোগ হয়েছে। এরকম একটা মাহেন্দ্রক্ষণে দায়িত্বগ্রহণ করতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। তিনি বলেন, সকলের সহযোগীতা ছাড়া এতো বড় গুরু দায়িত্ব পালন করা যাবে না। বাংলাদেশ সেনা বাহিনীর যে ক্লাসিক্যাল রোলগুলো আছে, সে দায়িত্ব আমরা যাতে সঠিকভাবে পালন করতে পারি।
আজ তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, ২০২১ সালের একটি বিশেষ গুরুত্ব আছে। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি। সেইসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী যোগ হয়েছে। এরকম একটা মাহেন্দ্রক্ষণে দায়িত্বগ্রহণ করতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। তিনি বলেন, সকলের সহযোগীতা ছাড়া এতো বড় গুরু দায়িত্ব পালন করা যাবে না। বাংলাদেশ সেনা বাহিনীর যে ক্লাসিক্যাল রোলগুলো আছে, সে দায়িত্ব আমরা যাতে সঠিকভাবে পালন করতে পারি।