কলকাতা কথকতা

কলকাতা কথকতা

পৃথিবীর সব থেকে দামি আম বাংলাদেশের ছাদে, এক কেজির দাম ২ লাখ ৩৭ হাজার টাকা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২৪ জুন ২০২১, বৃহস্পতিবার, ১০:৪১ পূর্বাহ্ন

বিশ্বের সব থেকে দামি আম জাপানের মিয়াজাকির ফলন এখন হচ্ছে বাংলাদেশের একটি বাড়ির ছাদে। ঢাকার কাছে জাফরাবাদের ওমর ফারুখ ভুইয়ার ছাদ কৃষিতে দেখা মিলল মিয়াজাকি আমের। সুমিষ্ট, সুদর্শন, সুঘ্রানের অধিকারী এই মিয়াজাকির দাম ভারতীয় বাজারে প্রতি কেজি ২ লাখ ৩৭ হাজার টাকা। জাপানে এই এক একটি মিয়াজাকি বিকোয় ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ হাজার টাকা দামে। কিছুদিন আগে বাংলাদেশের ন্যাশনাল ফ্রুট এক্সিবিশনে আরো ৭৫ শ্রেণীর আমের মধ্যে এই মিয়াজাকিও ছিল। যে মহার্ঘ আমগুলি এই প্রদর্শনীতে জায়গা পায় তার মধ্যে আছে- ক্ষীরভোগ, মোহনভোগ, রাজভোগ, রানীভোগ, রানীপছন্দ, সিন্ধুরা, সুবর্ণরেখা, জগৎমোহিনী আম। জাপানে মিয়াজাকি প্রদেশে এই আম উৎপন্ন হয়। জাপানি নাম- তাইও না তামাঙ্গ। বাংলাদেশে এই আমের কলম নিয়ে আসেন ওমর ফারুখ। তারপর রুফ টপে ফলাচ্ছেন এই আম। ভারতে জব্বলপুরে মিয়াজাকি আমের বাগান আছে। চারজন প্রহরী ও ছটি জার্মান শেফার্ড পাহারা দেয় সেই বাগান। জাপানিরা আদর করে মিয়াজাকি আমকে ডাকেন, এগ অফ দা সান বলে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status