খেলা

স্লোভাকিয়ার জালে স্পেনের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক

২৪ জুন ২০২১, বৃহস্পতিবার, ১:১০ পূর্বাহ্ন

তৃতীয় ম্যাচে এসে ছন্দ ফিরে পেল স্পেন। স্লোভাকিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে উঠল লুইস এনরিকের দল। সেভিয়ার লা কার্তুহায় বুধবার রাতে ‘ই’ গ্রুপের শেষ রাউন্ডে ৫-০ গোলে জিতেছে স্পেন। স্লোভাকিয়ার শুরু ও শেষের দুই আত্মঘাতী গোলের মাঝে জালে বল পাঠান এমেরিক লাপোর্ত, পাবলো সারাবিয়া ও ফেরান তোরেস।
আগামী সোমবার কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তিনবারের চ্যাম্পিয়ন স্পেন।
এদিন শুরুটা অবশ্য হয়েছে একটি আত্মঘাতী গোলে। পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে যাওয়া স্লোভাকিয়ার গোলকিপার দুবরাভকা এবার হয়ে গেলেন খলনায়ক! ২৯ মিনিটে স্পেনের ফরোয়ার্ড পাবলো সারাবিয়ার তীব্র গতির একটি শট ক্রসবারে লেগে অনেক উঁচুতে উঠে যায়। একটু দূরে থাকা দুবরাভকা বলের দিকে খুব ভালোভাবেই নজর রেখেছিলেন। কিন্তু বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন তিনি।
দুবরাভকার এই আত্মঘাতী গোলটি এবারের ইউরোতে সপ্তম। যা কি না গত চারটি ইউরোতে হওয়া আত্মঘাতী গোলের সমান। ২০০০ সালের ইউরোতে আত্মঘাতী গোল হয়েছিল মাত্র একটি। ২০০৪ সালে দুটি, ২০০৮ সালে কোনো আত্মঘাতী গোলই হয়নি। ২০১২ ইউরোতে আবার একটি আত্মঘাতী গোল, ২০১৬ সালে সেটা আবার বেড়ে যায়, আত্মঘাতী গোল হয়েছে ৩টি।
প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরো একটি গোল খেয়ে বসে স্লোভাকিয়া। এবার গোলদাতা আইমেরিক লাপোর্ত। স্পেনের হয়ে এটি তাঁর প্রথম গোল।
প্রথমার্ধটা যেখানে শেষ করেছিল, স্পেন দ্বিতীয়ার্ধটা যেন সেখান থেকেই শুরু করে। ৫৬ মিনিটে স্কোরশিটে নাম লেখান সারাবিয়া। বাঁ প্রান্ত থেকে জডি আলবার একটা নিচু ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোলটি করেন পিএসজির মিডফিল্ডার। এরপর চতুর্থ গোলটি পেতে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্পেনকে। ছোট করে নেওয়া কর্ণার থেকে বল পান সারাবিয়া। ৬৭ মিনিটে নিচু ক্রস পাঠান তিনি ৬ গজ বক্সের মধ্যে। দুর্দান্ত এক ফ্লিকে ফেরান তোরেস বল পাঠিয়ে দেন জালে। মোরাতার জায়গায় ৬৬ মিনিটে বদলি হিসেবে নামা তোরেসের এটি ছিল বলে প্রথম স্পর্শ।
বদলি হিসেবে নামার পর বলে প্রথম স্পর্শে গোল পেতে পারতেন আরেক তোরেস পাউও। ৭১ মিনিটে ভিয়ারিয়ালের সেন্টার-ব্যাকের হেড স্লোভাকিয়ার পোস্টের দিকেই যাচ্ছিল। বলটি বিপদমুক্ত করার জন্য চেষ্টা করেন ইয়ান কুকা। কিন্তু তাঁর শট চলে যায় নিজেদের জালে। শুরুর মতো স্পেনের গোল উতসবের শেষটাও হলো আত্মঘাতী গোলে। এবারের ইউরোতে এটি অষ্টম আত্মঘাতী গোল।
একই সময়ে শুরু অন্য ম্যাচে পোল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে শীর্ষে সুইডেন। তাদের পয়েন্ট ৭। প্রথম দুই ম্যাচে ড্র করা স্পেন ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ।
দ্বিতীয় স্থানে থেকে শেষ রাউন্ড শুরু করা স্লোভাকিয়া ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। তবে গোল ব্যবধানে অনেক পিছিয়ে পড়ায় চার তৃতীয় দলের একটি হয়ে পরের ধাপে খেলার আশা শেষ তাদের। সবার নিচে পোলিশদের পয়েন্ট ১।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status