বাংলারজমিন

পুরাতন গাইডওয়ালে নতুন নামের ফলক

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

২৪ জুন ২০২১, বৃহস্পতিবার, ৯:৩৮ অপরাহ্ন

 কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের কাজী জোড়পুকুরিয়া ভূঁইয়াবাড়ী থেকে রইশার পুকুরের পাড়ের গাইডওয়ালগুলো অনেক আগেই সরকারি বরাদ্দে নির্মাণ করা হয়েছে। সর্বশেষ গত এক বছর পূর্বে হেরিংবোন বন্ড (এইচবিবি) প্রকল্পের আওতায় কাজী জোড়পুকুরিয়া আব্দুল লতিফের বাড়ি সংলগ্ন পাকা রাস্তা থেকে দক্ষিণ দিকে গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণের লক্ষ্যে ব্রিক সলিংয়ের সঙ্গে সড়কের পাশে কয়েকটি গার্ড ওয়াল নির্মাণ করা হয়। হালিমা এন্টারপ্রাইজ নামক ঠিকাধারি প্রতিষ্ঠান এই গাইডওয়াল নির্মাণ করে। কিন্তু হঠাৎ করে গত ১ সপ্তাহ পূর্বে রইশার পুকুরের পূর্ব পাড়ের গার্ড ওয়ালে রাতের আঁধারে জেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদারের নাম সম্বলিত নামফলক লাগিয়ে দেয়া হয়েছে। নাম ফলক লাগিয়ে তা লতাপাতা দিয়ে ঢেকে দেয়া হয়। ফলকটিতে লেখা আছে কাজী জোড়পুকুরিয়া ভূঁইয়া বাড়ি থেকে রইশার পুকুর পর্যন্ত রাস্তার পাশের গার্ড ওয়াল নির্মাণ উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল আবু তাহের ও পেরিয়া ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার। এমন নামফলক দেখে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
রইশার পুকুর সংলগ্ন বাড়ির বাসিন্দা মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, গত কয়েকদিন আগে পেরিয়া ইউনিয়ন পরিষদ থেকে হুমায়ুন কবির মজুমদার চেয়ারম্যানের এক লোক এসে এ নামফলকটি লাগিয়ে দিয়ে যায়। স্থানীয় রমজান আলী বলেন, এ সড়কের ইটের সলিং ও গাইডওয়াল নির্মাণ করেন উপজেলার হরিপুর গ্রামের খলিলুর রহমান সোহাগ। এখন এ গাইডওয়ালগুলোতে হুমায়ুন কবির মজুমদার চেয়ারম্যান নাম ফলক লাগিয়ে দিয়েছে। আমরা এ ব্যাপারে তদন্তপূর্বক সুষ্ঠু বিচার দাবি করছি।
পেরিয়া ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার বলেন, রইশার পুকুরে জেলা পরিষদের অর্থায়নে ১০০ মিটার গাইডওয়ারলর বরাদ্দ পাই। আমি জনস্বার্থে ১৩০ মিটার গাইডওয়াল গত ২ বছর পূর্বে করে দিয়েছি। এখন ফাইনাল বিল নেয়ার জন্য নামফলক দেয়া প্রয়োজন। কিন্তু পুকুরের ভেতরের গাইডওয়াল পানির নিচে থাকায় রাস্তার পূর্ব পাশের অন্য প্রকল্পের গাইডওয়ালে নামফলক লাগিয়েছি।

 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status