বাংলারজমিন

লাকসাম রেলওয়ে জংশন মাদকের ট্রানজিট রুট

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

২৪ জুন ২০২১, বৃহস্পতিবার, ৯:২৫ অপরাহ্ন

লাকসাম রেলওয়ে জংশনকে মাদক ব্যবসায়ীরা ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে। গত একমাসে জংশন এলাকায় পুলিশ ৪ হাজার ৬শ’ ৩০ পিস ইয়াবা ও বিভিন্ন ট্রেন থেকে ১৩ হাজার ৬শ’ ৮০ পিস ভারতীয় আতশবাজি, ৭ কেজি গাঁজা সহ ৫ জনকে আটক করেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, সীমান্তবর্তী বিভিন্ন স্টেশনে ট্রেন থামিয়ে মাদক ব্যবসায়ীরা ভারতীয় মদ, গাঁজা, আতশবাজি ট্রেনে উঠায়। এরপর ওইসব ট্রেন থেকে নামিয়ে লাকসাম জংশনে নিরাপদ স্থানে রাখেন। রেলওয়ে থানা ক্যাশিয়ারের সাথে পূর্ব থেকে যোগাযোগ থাকে এবং নির্দিষ্ট হারে টাকা নিয়ে থাকে। এসব মাদক ব্যবসায়ীদেরকে মাসিক টোকেন দেয় থানা ক্যাশিয়ার। যাদের কাছে টোকেন থাকে না তাদের মালামাল আটক করা হয়। তবে তা হাতে গনা নগণ্য। গত ২২শে জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানা পুলিশের এএসপি একদল পুলিশ নিয়ে মাদক বিরোধী অভিযানে নামে। রেলওয়ে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ৪ হাজার ৬শ’ ৩০ পিছ ইয়াবা সহ ৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- লাকসাম উপজেলার নৈরপাড় গ্রামের ডিজে সোহেল, মনোহরগঞ্জ উপজেলার লাইহরিপুর গ্রামের ফরহাদ হোসেন ও রাঙ্গামাটির মুন্না। এছাড়াও চট্টগ্রাম থেকেও আন্তঃনগর ট্রেনে করে ইয়াবা লাকসাম জংশনে আসে। লাকসাম জংশন থেকে সড়ক পথে দেশের বিভিন্ন স্থানে প্রেরণ করে। লাকসাম জংশনকে  মাদক ব্যবসায়ীরা নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে। এত বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার করে থানা পুলিশ অথচ রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ কিছুই জানে না। গত ১৪ই জুন রেলওয়ে পুলিশ ট্রেন থেকে ১৩ হাজার ৬’শ ৮০ পিস ভারতীয় আতশবাজি, ৭ই জুন এক কেজি ও ১৭ই জুন ২ কেজি পরিত্যক্ত গাঁজা উদ্ধার করে। এছাড়াও ২০শে জুন ৩ কেজি গাঁজা সহ ২ জনকে আটক করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status