বাংলারজমিন

জুড়ীতে চা শ্রমিকদের সংবাদ সম্মেলন

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

২০২১-০৬-২৪

মৌলভীবাজারের জুড়ী উপজেলা চা বাগানগুলোর সংগঠন জুড়ী ভ্যালি কার্যকরী পরিষদের উদ্যোগে নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক টি গার্ডেন শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক, কর্মচারীদের জন্য মজুরি হারের খসড়া ২০২১ইং ও কতিপয় সুপারিশ বাতিলের দাবিসহ চা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে শ্রমিকবান্ধব গেজেট প্রকাশের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১টায় সংগঠনের কার্যালয়ে জুড়ী উপজেলা প্রেস ক্লাব সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চা শ্রমিক সংগঠনের সভাপতি কমল চন্দ্র বোনার্জী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী ভ্যালি কার্যকরী পরিষদের সহ-সভাপতি শ্রীমতি বাউরী, সম্পাদক রঞ্জন কুমার পাল, ধামাই টি গার্ডেন সুপারভাইজার মাহবুবুর রহমান ছোটন, কুচাই চা বাগান সেক্রেটারি রঞ্জন পাল, কাপনা পাহাড় চা বাগানের খাসকিত্তা ফাঁড়ির সেক্রেটারি মো. নুর মিয়া, সংগঠনের উপদেষ্টা সজল কান্তি বাউরী, নিউ সমনবাগ চা বাগানের পঞ্চায়েত সভাপতি কন্দ মুণ্ডা প্রমুখ। বক্তারা নিম্নতম মজুরি বোর্ডে চা শ্রমিকদের মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা লিপিবদ্ধের ক্ষেত্রে মানসম্মত নয় বিধায় খসড়া গেজেট প্রত্যাখ্যান ও বাতিলপূর্বক চা শিল্প ও চা শ্রমিকবান্ধব গেজেট প্রকাশের ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status