খেলা

জিম্বাবুয়ে সিরিজে চমক শামীম পাটোয়ারি, তিন ফরমেটে সোহান

স্পোর্টস রিপোর্টার

২৪ জুন ২০২১, বৃহস্পতিবার, ৯:২০ অপরাহ্ন

জিম্বাবুয়ে সিরিজের তিন ফরমেটের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ফরমেটের দলে আছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। মুশফিকুর রহীম টি-টোয়েন্টি আর মাহমুদুল্লাহ রিয়াদ নেই টেস্ট দলে। মুমিনুল হক আর তামিম ইকবাল অধিনায়কত্ব করবেন টেস্ট ও ওয়ানডেতে। টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দলে নতুন মুখ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের শামীম হোসেন পাটোয়ারি। বহুদিন পর তিন ফরমেটের দলে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান সোহানুর রহমান সোহান।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন তিনি। এরপর করোনা অনিশ্চিত করে ফেলেছিল সব। মহামারি সামলে ক্রিকেট মাঠে ফেরার পর খেলেছেন এক টুর্নামেন্ট ও ভিন্ন ফরম্যাটের দুই সিরিজ। বঙ্গবন্ধু কাপে যে উজ্জ্বলতা ছড়িয়েছেন সেটা ধরে রাখেন আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের হয়েও। ওয়ানডে সিরিজে পাঁচ ম্যাচের চারটিতে ব্যাট হাতে নেমেছেন, তিনটিতেই ছিলেন অপরাজিত। এক ফিফটিতে ১৩০ রান করেছেন। স্ট্রাইক রেট ১৩১.৩১। একমাত্র টি-টোয়েন্টিতে ১১ বল খেলে ছক্কা হাঁকিয়েছেন চারটি, করেছেন ২৮ রান। শামীম পাটোয়ারী চলতি প্রিমিয়ার লীগে প্রাইম দোলেশ্বরের হয়ে খেলেছেন। ১৪ ম্যাচে ১৪৯ স্ট্রাইক রেটে করেছেন ১৮১ রান। সঙ্গে ফিল্ডার হিসেবেও নজর কেড়েছেন তিনি। সেই শামীম অবগত নিজের দায়িত্ব নিয়ে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে তিনি বলেন, ‘ব্যাটিংয়ে আমার পজিশন ছয় নম্বর। আমি চাই যেভাবেই হোক ফিনিশিংটা করতে আর দলকে এগিয়ে নিতে। এটাই আমার লক্ষ্য থাকে। তবে আমি জানি, নিজের ভূমিকা সম্পর্কে। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং- যেভাবেই সুযোগ
আসবে, সেভাবেই দলকে এগিয়ে নেয়ার চেষ্টা থাকবে।’ তার জাতীয় দলে সুযোগের খবরে দারুণ খুশি পরিবার। এ নিয়ে শামীম বলেন, ‘পরিবারের সবাই খুব খুশি। মা-বাবাতো সবচেয়ে বেশি খুশি। খুশি না হয়ে কি পারে? দল ঘোষণার আগেই জানতে পেরেছিলাম, সুযোগ হতে পারে। আসলে সুযোগটাইতো বড় নয়, কাজে লাগানোটাই বড়। নির্বাচকরা আমার ওপর আস্থা রেখেছেন, আমাকে অবশ্যই সেই আস্থার প্রতিদান দিতে হবে।’
তিন ফরম্যাটেই সুযোগ পেয়েছেন কাজী নুরুল হাসান সোহান। উইকেটকিপার হিসেবে বাংলাদেশের অন্যতম সেরা হিসেবেই ধরা হয় তাকে। ঢাকা লীগেও পাচ্ছেন ঈর্ষণীয় সাফল্য।
শেখ জামালকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন প্রতিটা ম্যাচে। সোহান সর্বশেষ গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেয়েছিলেন। আর এই সফরে টি-টোয়েন্টিতে ছুটি চাওয়ায় মুশফিককে দলে রাখা হয়নি। ওয়ানডেতে বাদ পড়ে সৌম্য সরকার আছেন কেবল টি-টোয়েন্টি দলে। মোস্তাফিজুর রহমান শুধু সীমিত ওভারের দুই সিরিজেই খেলবেন। টেস্ট দলে আছেন এখনো পর্যন্ত জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ না খেলা ইয়াসির আলী। টি-টোয়েন্টি দলে আবারও ফিরেছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম। ২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা হবে দল। এবারের সফরে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। প্রতিটি ম্যাচ হবে হারারেতে।
টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।
ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শরিফুল ইসলাম।
টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status