খেলা

দল নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

স্পোর্টস রিপোর্টার

২৪ জুন ২০২১, বৃহস্পতিবার, ৯:১৯ অপরাহ্ন

জিম্বাবুয়ে সফরের জন্য তিন ফরমেটের দল ঘোষণা করেছে বিসিবি। নতুন মুখ শামীমকে নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘শামীম পাটোয়ারি যখন যুব বিশ্বকাপ শেষে আমাদের হাই পারফরম্যান্সে (এইচপি) সুযোগ পায় তখন থেকেই মনিটরিং করা হচ্ছিল। আয়ারল্যান্ড এ (আয়ারল্যান্ড উলভস নামে) দল এসেছিল আমাদের এখানে তখনো বেশ ভালো করেছে। এরপর আমাদের এখানে যে সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচগুলো হয়েছে সেখানে ভালো করেছে। ওর যে স্কিল আশা করি জাতীয় দলে আমাদের জন্য বেশ সহায়ক হবে।’
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজেই দলে আছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রধান নির্বাচক বলেন, ‘সেরা খেলোয়াড়কে তিনটা ফরম্যাটে পাচ্ছি, এটা আমাদের জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট। এতে দলও মোরালি অনেক বুস্ট আপ হবে। আশা করছি ওর কাছ থেকে অনেক বেটার পারফরম্যান্স পাবো এবং দলের পারফরম্যান্সও ভালো হবে ইন শা আল্লাহ। ওয়ানডে দলের সুযোগ হয়নি সৌম্য সরকারের। নান্নু বলেন, আমরা কিছুটা পরিবর্তন এনেছি, টিম ম্যানেজমেন্টের একটা চাহিদা ছিল যে বাড়তি একজন বাঁহাতি স্পিনার দেয়া। আর সে ভাবনায় বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে অন্তর্ভূক্ত করা হয়েছে। যে কারণে আমরা সৌম্যকে অফ করেছি এবং ব্যাটসম্যান হিসেবে সোহানকে অন্তর্ভূক্ত করেছি মিডল অর্ডারে। সোহানকে শ্রীলঙ্কায় যখন নিয়ে যাই তখন টিম ম্যানেজমেন্ট অনেক খুশি ছিল ওর স্কিল সেশনগুলোতে। সোহানের বর্তমান পারফরম্যান্সও ভালো। টিম ম্যানেজমেন্ট ওখানে গিয়ে সিদ্ধান্ত নেবে। কারণ ওখানে কন্ডিশনটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আশাবাদী যে ওখানে যেকোনো একটা ফরম্যাটে তাকে সুযোগ দেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status