বিনোদন

গানে সরব হলেন ফরিদা পারভীন

স্টাফ রিপোর্টার

২০২১-০৬-২৪

গেল এপ্রিলে করোনায় আক্রান্ত হয়ে ছিলেন খ্যাতিমান লালনশিল্পী ফরিদা পারভীন। তবে এরইমধ্যে সুস্থ হয়ে তিনি আবারো গানে সরব হলেন। সম্প্রতি চ্যানেল আইতে সকালের লাইভ অনুষ্ঠানে গান করেন তিনি। এ ছাড়া বিটিভিতে লালন সাঁইয়ের একটি গানের মিউজিক ভিডিও করেন তিনি। এটিতে তিনি নিজেই থাকছেন বলে জানান। আগামী শুক্রবার দেশটিভিতে একটি লাইভ অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন এই গুণী শিল্পী। গানে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, সবার কাছে আমি কৃতজ্ঞ। আমার অসুস্থতায় সবাই যেভাবে পাশে ছিলেন এবং দোয়া করেছেন তার ঋণ শোধ হওয়ার নয়। আমি গানের মানুষ। সুস্থ হয়ে তাই আবার গানে ফিরলাম। এদিকে এই লালনকন্যা বিটিভিতে সংগীত পরিচালকের দায়িত্বেও আছেন। ‘বারামখানা’ নামের অনুষ্ঠানটির সংগীত পরিচালনা করছেন তিনি। এই সময়ের লালনের গান নিয়েও তিনি কথা বলেন। তার ভাষ্য, অন্য গানগুলো নিয়ে শ্রোতারা যেভাবে মেতে থাকে। লালনের গান নিয়ে সেরকম উন্মাদনা তাদের দেখা যায় না। এর পেছনে এক ধরনের দৈন্যদশাও রয়েছে। নতুন প্রজন্মের কাছে লালনের গান সঠিকভাবে পৌঁছে দিতে হলে লালনের গানের পৃষ্ঠপোষকতা আরও বৃদ্ধি করতে হবে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status