বিনোদন
দুই বছর পর
স্টাফ রিপোর্টার
২০২১-০৬-২৪
দুই বছর পর আবারো জুটি বেঁধে কাজ করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিতু আহসান ও নাদিয়া আহমেদ। আসছে ঈদে ‘বকুলের আয়না’ শিরোনামের একটি নাটকে তাদের দেখা যাবে। এটি নির্মাণ করেছেন জুয়েল শরিফ। বাংলাদেশ টেলিভিশনে ঈদে নাটকটি প্রচার হবে। এর আগে এই জুটি বাংলাদেশ টেলিভিশনে বদরুল আনাম সৌদের পরিচালনায় একটি সিরিয়ালে অভিনয় করেন বলে জানান নাদিয়া।