বিনোদন
সড়ক দুর্ঘটনায় আহত সংগীতশিল্পী নাসির
স্টাফ রিপোর্টার
২০২১-০৬-২৩
সড়ক দুর্ঘটনায় আহত হলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাসির। গেল ২১শে জুন রাত দেড়টায় ধানমন্ডিতে দুর্ঘটনার মুখে পড়েন বলে জানান তিনি। তবে এখন চিকিৎসা নিয়ে বাসায় আছেন এই সংগীতশিল্পী। নাসির বলেন, ধানমন্ডির দুই নাম্বার রোডে বেঙ্গল সিমেন্ট কোম্পানির একটা বড় গাড়ি আমার গাড়িকে আঘাত করে। এই সময়ে আমার মাথা ফেটে যায়, আমার ডান হাতের একটা আঙ্গুল ভেঙে যায়। এছাড়া স্টিয়ারিং ধাক্কা বুকের পাজরে লাগে। আমার সাথে আমার ছোট ভাই আশিকও ছিল। ওর ডান হাতটা ভেঙে গেছে। চার দিন পর আশিকের অপারেশন হবে। প্রসঙ্গত, নাসিরের কন্ঠে বেশ কিছু গান জনপ্রিয়তা পায়। এরমধ্যে উল্ল্যেখযোগ্য কয়েকটি গান হলো ‘নদী’, ‘যখন তোমার কেউ ছিলনা’, ‘রাজকুমারী’ ও ‘মধুমতীর তীরে’।