বিশ্বজমিন

বিতর্কিত আইনে হংকংয়ে প্রথম বিচার শুরু

মানবজমিন ডেস্ক

২৩ জুন ২০২১, বুধবার, ১২:৩৫ অপরাহ্ন

বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের অধীনে হংকংয়ে প্রথম বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এতে কোনো জুরি রাখা হয়নি। এ আইনে হংকংয়ের ‘লিবারেশন’ বা স্বাধীনতা লেখা ব্যানার উড়ানোর অভিযোগে ২৪ বছর বয়সী তোং ইং-কিটের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তাকে যাবজ্জীবন জেল দেয়া হতে পারে। তার বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাস এবং বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তোং ইং-কিট। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, হংকংয়ের ওপর জাতীয় নিরাপত্তা আইন চাপিয়ে দিয়েছে বেইজিং। এই আইনে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকা-কে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। তবে সমালোচকরা বলেন, ভিন্ন মতাবলম্বীদের কণ্ঠরোধ করতেই করা হয়েছে এই আইন। ২০১৯ সালে গণতন্ত্রপন্থিদের গণবিক্ষোভের পর এই আইনটি করা হয়েছে। হংকং এবং বেইজিং কর্তৃপক্ষ বলেছে, হংকংয়ে স্থিতিশীলতা আনার জন্য এই আইনটি গুরুত্বপূর্ণ। তবে এর বিরুদ্ধে কড়া সমালোচনা রয়েছে আন্তর্জাতিক মহলে।

এই আইনে গত বছর ১লা জুলাই গ্রেপ্তার করা হয় তোং’কে। অভিযোগে বলা হয়, তিনি একদল পুলিশের ভিতর দিয়ে তার মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এতে বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে। এ সময় তোং একটি পতাকা বহন করছিলেন। তাতে লেখা ছিল ‘লিবারেট হংকং, রেভ্যুলুশন অব আওয়ার টাইমস’ বা হংকংকে স্বাধীন কর। আমাদের সময়ের বিপ্লব। এটি ছিল ওই সময়ে বিক্ষোভকারীদের কাছে জনপ্রিয় একটি শ্লোগান। কিন্তু জাতীয় নিরাপত্তা আইনের অধীনে এই শ্লোগানকে নিষিদ্ধ করা হয়। এই আইনটিতে কেউ অভিযুক্ত হলে তাকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার বিধান আছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status