বিনোদন

আলাপন

লকডাউনটাকে সর্বোচ্চ কাজে লাগিয়েছি - জ্যোতিকা জ্যোতি

ফয়সাল রাব্বিকীন

২৩ জুন ২০২১, বুধবার, ৯:২৪ পূর্বাহ্ন

গত বছর করোনা পরিস্থিতির কারণে সব কিছু বন্ধ হয়ে যায়। তবে তখন আমি লকডাউনটাকে সর্বোচ্চ কাজে লাগিয়েছি। সে সময় শুটিং বন্ধ ছিলো। কিন্তু আমি কৃষিকাজে মনোযোগ দেই। খামার গড়ে তুলি। সেখানে অনেকের কর্মসংস্থানের সুযোগ হয়। এর পাশাপাশি আমি অনেকটাই নিরবে প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ এগিয়ে নেই। এটার ফল এখন আপনাদের সবার সামনে। এভাবেই নিজের কাজ নিয়ে কথা গুলো বলছিলেন জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সম্প্রতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান রে হাউজ থেকে নিয়মিত কাজের ঘোষণা দিয়েছেন তিনি। ২০১৯ সালে এ অভিনেত্রী গড়ে তোলেন এই  প্রযোজনা প্রতিষ্ঠান। কিন্তু তারপরই করোনা মহামারী শুরু হয়। তবে এর কাজ জ্যোতি চালিয়ে যান ভিতরে ভিতরে।  এবার ফের পুরোদমে কাজ শুরু করেছে তার ‘রে হাউজ’। সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘সাইকেল বালক’ জ্যোতির প্রথম প্রজেক্ট। চলচ্চিত্রটির পরিবেশনার দায়িত্ব নিয়েছে তার ‘রে হাউজ’। জানা গেছে, ইতিমধ্যে প্রতিষ্ঠানটি কলকাতাকেন্দ্রিক স্বনামধন্য প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্ম’র নিকট চলচ্চিত্রটির ডিজিটাল রাইটস বিক্রি করেছে। প্রযোজনার চিন্তা মাথায় কবে এলো? জ্যোতি বলেন, প্রযোজনা আমার অন্যতম সপ্ন ছিলো। সেই সুপ্ন পূরণে আমি কাজ করে গেছি। অবশেষে মাঠে নেমেছি। এখন এটি নিয়মিত চলবে। এদিকে গত কয়েক বছর ধরে বড় পর্দাতেই ব্যস্ত এ অভিনেত্রী। ছোট পর্দায় কাজ করছেন খুবই কম। এরমধ্যে অনিমেষ আইচ পরিচালিত ‘আলিবাবা ও চালিচার’ নামের একটি বিশেষ টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। নতুন চলচ্চিত্রের কি খবর? জ্যোতি বলেন, করোনা পরিস্থিতি ভালো নয়। অনেক কাজ বন্ধ রয়েছে। নতুন কিছু কাজ নিয়ে কথা হয়ে আছে। তবে করোনার কারণে শুটিং কবে হবে বলা যাচ্ছে না। এখন করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। আমি নিজেও সাবধানে থাকছি। সবশেষ নুরুল আলম আতিক পরিচালিত 'লাল মোরগের ঝুঁটি' ছবিতে অভিনয় করেছি। এ ছবিটি মুক্তি পাবে সামনে। কৃষি কাজের কি খবর আপনার? জ্যোতি বলেন, আমার প্রতিষ্ঠান 'খনা  অর্গানিক' বেশ ভালো চলছে। আমরা অর্গানিক পণ্য নিয়ে কাজ করছি। এই কাজ চলবে। আপনার সমসাময়িক অনেকেই বিয়ের পিড়িতে বসেছেন। আপনি বিয়ে করছেন কবে? এ অভিনেত্রী হেসে বলেন,  বিয়েটা সামনের বছরই করতে চাই। ভালো পাত্রের অপেক্ষায় আছি। পেয়ে গেলেই করে ফেলবো। তবে যাকে বিয়ে করবো তাকে আমার পেশাকে অবশ্যই সম্মান দিতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status