শেষের পাতা

একদিনে আরও ৭৬ জনের মৃত্যু শনাক্ত ৪৮৪৬

স্টাফ রিপোর্টার

২৩ জুন ২০২১, বুধবার, ৯:২৫ অপরাহ্ন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে ভাইরাসটিতে মারা গেলেন ১৩ হাজার ৭০২ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮৪৬ জন। যা আগের  দিনের চেয়েও বেশি। একদিনে শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত ৮ লাখ ৬১ হাজার ১৫০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯০৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৮ হাজার ৩৮৫ জন। দেশে একদিনে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ শনাক্তের হার ৬৫ দশমিক শূন্য ৭ শতাংশ। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের করোনার নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৫ হাজার ৩৩৮টি। নমুনা পরীক্ষা হয়েছে ২৫ হাজার ২৮টি। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৩ লাখ ৭৬ হাজার ৮১৯টি। বর্তমানে ৫২৮টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে আরটি-পিসিআর’র মাধ্যমে হচ্ছে ১২৬টি পরীক্ষাগারে, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে ৪৬টি পরীক্ষাগারে এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৩৫৬টি পরীক্ষাগারে পরীক্ষা করা হচ্ছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৭৬ জনের মধ্যে পুরুষ ৪২ জন আর নারী ৩৪ জন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে পুরুষ মারা গেছেন নয় হাজার ৮১০ জন আর নারী তিন হাজার ৮৯২ জন। মৃতদের মধ্যে বয়স বিবেচনায় ৬০ বছরের ওপরে আছেন ৩৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ২৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৮ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন ১ জন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা ও রাজশাহী বিভাগে ১৪ জন করে, চট্টগ্রাম বিভাগের আছেন ১০ জন, খুলনা বিভাগের ২৭ জন, বরিশাল বিভাগের ২ জন, সিলেট বিভাগের ৩ জন এবং রংপুর বিভাগের আছেন ৬ জন। মৃতদের ৬২ জনই মারা গেছেন সরকারি হাসপাতালে, বেসরকারি হাসপাতালে ১০ জন এবং বাসায় ৪ জন।
 এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে শনাক্তের প্রায় ৪৫ শতাংশ। এ বিভাগের চুয়াডাঙ্গা জেলায় সবচেয়ে বেশি শনাক্তের হার ৬৫ দশমিক শূন্য ৭ শতাংশ। এ জেলায় ১২৬টি নমুনা পরীক্ষায় ৮২ জন শনাক্ত হয়েছেন। সাতক্ষীরা জেলায় শনাক্তের হার প্রায় ৪৬ শতাংশ। রাজশাহী বিভাগে শনাক্তের হার ১৯ দশমিক ৪৯ শতাংশ। ঢাকা জেলায় শনাক্তের হার ১২ দশমিক ৬১ শতাংশ। এ বিভাগে শনাক্তের হার ১৪ দশমিক ৩০ শতাংশ।   
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status