বাংলারজমিন
কসবায় দলিল লিখক সমিতির প্রধান উপদেষ্টা আবদুল মালেক আর নেই
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২০২১-০৬-২৩
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা দলিল লিখক সমিতির প্রধান উপদেষ্টা প্রবীণ দলিল লিখক আব্দুল মালেক মুহুরি (৯০) মারা গেছেন। গতকাল বেলা ১টার দিকে কুমিল্লা জেনারেল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (্ইন্না লিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ৫ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। নিহত মালেক মুহুরি প্রায় দুইমাস আগে করোনা আক্রান্ত ছিলেন। চিকিৎসায় তিনি করোনা থেকে সুস্থ হলেও ফুসফুস জনিত সমস্যায় ভুগছিলেন। গতকাল বাদ মাগরিব কসবা কেন্দ্রীয় মসজিদ ঈদগাহ মাঠে প্রথম নামাজে জানাজা ও বাদ এশা আকছিনা গ্রামের দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়েছে।