খেলা

জার্মানিতে প্রস্তুতি নেবেন বাকী

স্পোর্টস রিপোর্টার

২৩ জুন ২০২১, বুধবার, ৯:০৭ অপরাহ্ন

অলিম্পিক গেমসের জার্মানিতে অনুশীলন করবেন আবদুল্লাহ হেল বাকী। জুলাইয়ের শুরুর দিকে জার্মানির ডর্টমুন্ড শহরে বিখ্যাত রাইফেল ট্রেনার হেইঞ্জ রেইকেমেয়ারের এমইসি শুটিং রেঞ্জে নিজেকে ঝালিয়ে নেবেন দেশ সেরা এই শুটার। স্থানীয় কোচ গোলাম শফিউদ্দিন খান শিপলুও যাবেন বাকীর সঙ্গী হয়ে। তবে তার আগে তাদের পেতে হবে জার্মানির ভিসা। ২০১৬ রিও অলিম্পিকেও বাংলাদেশের হয়ে খেলেন বাকী। সেবার ৬০ শুটারের মধ্যে ২৫তম হয়েছিলেন তিনি। এবার অবশ্য ফাইনালের লক্ষ্য নিয়েই নিজেকে প্রস্তুত করতে চান অভিজ্ঞ এই শুটার। অভিজ্ঞ ট্রেনার হেইঞ্জের কাছে ২০১৮ সালে কমনওয়েলথম গেমসের আগে কিছু সময়ের জন্য ট্রেনিং করেছিলেন বাকী। এ বিষয়ে বাকী বলেন, ‘ সেখানে (জার্মানি) যাওয়ার মূল কারণ তিনটি। গুলি নির্বাচন, রাইফেল সার্ভিসিং এবং একজন বিশ্বের সেরা কোচের অধীনে কিছুদিন ট্রেনিং করা। অলিম্পিকের মতো আসরে যে মানের গুলি ব্যবহৃত হয়, সেগুলো আমাদের এখানে পাওয়া যায় না। রাইফেলের সঙ্গে যেটা মানাবে সেই গুলি দিয়েই আমি ট্রেনিং করবো।’ রিও অলিম্পিকে ৬২১.২ স্কোর গড়েছিলেন বাকী। বর্তমানে অনুশীলনে তার গড় স্কোর ৬২৫ এর মতো। অলিম্পিকের আগে নিজের স্কোরটাকে ৬২৭-৬২৮ এ নিয়ে যেতে চান জানিয়ে কমনসওয়েলত গেমসে দুই বারের রৌপ্য জয়ী এই শুটার বলেন, ‘অলিম্পিকে এর আগেও খেলেছি। তারপরও অলিম্পিক অনেক কঠিন জায়গা। আমার চেষ্টা থাকবে স্কোরটা ৬২৭-৬২৮ এ নিয়ে যাওয়া। সেটা হলে আমার বিশ্বাস সেরা আটে খেলতে পারবো।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status