বাংলারজমিন

মির্জাগঞ্জে ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

২৩ জুন ২০২১, বুধবার, ৮:৫৩ অপরাহ্ন

পটুয়াখালীর মির্জাগঞ্জে ভূমি অফিসের নৈশপ্রহরী মো. জামিল (৪৫) এর বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গতকাল ভুক্তভোগী আঃ খালেক মোল্লা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, পৈতৃক সূত্রে ৮ একর ৫৫ শতাংশ ভোগ করছেন খালেক মোল্লা। কিন্তু ছৈলাবুনিয়া গ্রামের মৃত আঃ লতিফ মাস্টারের ছেলে ভূমি অফিসের নৈশপ্রহরী মো. জামিল (৪৫) কিছুদিন পূর্বে জোরপূর্বক জমিটি দখল করে নেন। এ ঘটনায় আঃ খালেক মোল্লা বাদী হয়ে সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে ওই জমিতে অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা প্রদান করেন। কিন্তু প্রভাব
 খাটিয়ে আদালতের নির্দেশনা উপেক্ষা করে গত ১৯শে জুন জমিতে বালু ভরাট করে। এরপর ঘরবাড়ি নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। এ বিষয়ে অভিযুক্ত ভূমি অফিসের নৈশপ্রহরী মো. জামিল বলেন, আমি বাড়ি থাকি না, আর এ কাজ আমি করাইও না। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী ভূমি কমিশনার মোসা. তানিয়া ফেরদৌস বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status