বাংলারজমিন

লিফলেট হাতে রাস্তায় নামলেন মেয়র আরিফ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৩ জুন ২০২১, বুধবার, ৮:০০ অপরাহ্ন

লিফলেট হাতে সিলেটের রাস্তায় নামলেন মেয়র আরিফুল হক চৌধুরী। নগরীতে চালিয়েছেন জনসচেতনতামূলক প্রচারণা। গতকাল দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় তিনি এ লিফলেট বিতরণ করেন। এ সময় মেয়র বলেন- যেখানে সেখানে যত্রতত্রভাবে ময়লা ফেলে নগরীর পরিবেশ নষ্ট করা হচ্ছে। সেই সঙ্গে ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা দোকানের সামনে ফেলে রাখেন তাদেরকে সিসিকের আইন অনুযায়ী জরিমানা করা হবে। সেই সঙ্গে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে কোনো হকার কিংবা কেউ মোটরসাইকেলসহ কোনো ধরনের যানবাহন রাখলে দোকান মালিককে জরিমানা করা হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না। কারণ তাদের আশ্রয়-প্রশ্রয়ে হকার ও যানবাহন রাখা হয়। তিনি জানান, যার যার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ময়লা রাখলে সিসিকের গাড়ি বিকালে এসে নিয়ে যাবে। এতে নগরী থাকবে পরিষ্কার। জনগণ ও ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সিসিক উচ্ছেদ করেছে ভাসমান হকারদের। যার জন্য নগরবাসীসহ ব্যবসায়ীদেরকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status