বাংলারজমিন

পাপুলের আসনের এমপি হলেন নৌকার নুরউদ্দিন

লক্ষ্মীপুর প্রতিনিধি

২২ জুন ২০২১, মঙ্গলবার, ১০:৫০ পূর্বাহ্ন

লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার। এডভোকেট নয়ন ভোট পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শেখ ফয়েজ উল্যিাহ শিপন পেয়েছেন এক হাজার ৮৮৬ ভোট।

এদিকে বিজয়ী ঘোষণার পর নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নকে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সন্ধ্যার পর থেকে লক্ষ্মীপুর শহরের নিজ বাসায় নেতাকর্মীদের ঢল নামে।

এদিকে নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন সাংবাদিকদের জানান, মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নিজ সংসদীয় এলাকার লোকজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, দলমত সবাইকে সাথে নিয়ে অবহেলিত এ আসনে এক সাথে উন্নয়নমূলক কাজ করার অঙ্গীকার করেন তিনি।
উল্লেখ্য, লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুল গত বছর ৬ই জুন কুয়েতে মানব ও অর্থপাচারের অভিযোগে গ্রেপ্তার হন। চলতি বছরের ২৮শে জানুয়ারি তাকে চার বছরের কারাদ- দেয় কুয়েতের আদালত। পরে সাজা বাড়িয়ে সাত বছর করা হয়।

কুয়েতের রায়ের নথি হাতে পাওয়ার পর গত ২২শে ফেব্রুয়ারি পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করে তার আসন শূন্য ঘোষণা করা হয়। ১১ই এপ্রিল ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা হলেও করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় তা পিছিয়ে ২১ জুন নতুন তারিখ দেয় নির্বাচন কমিশন। ২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে লক্ষ্মীপুর-২ আসনে সংসদ সদস্য হয়েছিলেন পাপুল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status