খেলা

কোচ, ১২ ফুটবলারসহ মোহামেডানের ১৭জন করোনায় আক্রান্ত

স্পোর্টস রিপোর্টার

২২ জুন ২০২১, মঙ্গলবার, ১:২৩ পূর্বাহ্ন

লম্বা বিরতি শেষে আগামী শুক্রবার ফের মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল। ওইদিনই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে মাঠে নামার কথা মোহামেডানের। কিন্তু তার আগেই বড় দুঃসংবাদ পেল সাদা-কলো শিবির। আবাহনীর বিপক্ষে মাঠে নামার আগে ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের অস্ট্রেলিয়ান কোচ, ১২ ফুটবলারসহ ১৭জন করোনায় আক্রান্ত হয়েছেন।

জানা গেছে, যে ১২জন করোনা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে একজন বিদেশী ফুটবলার রয়েছেন। আবার ৯জনই হচ্ছেন প্রথম একাদশের ফুটবলার। রবিবার আট জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছিল। সোমবার এসেছে আরো ৯ জনের।

সংবাদটি নিশ্চিত করে ক্লাবের পরিচালক ও ফুটবল সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স জানান, ‘২৫ জুন লীগ সামনে রেখে ১৯ তারিখ সবার করোনা পরীক্ষা করিয়েছিলাম। সোমবার রিপোর্ট পেয়েছি। এরমধ্যে প্রধান কোচ ও ১২ ফুটবলার এবং চারজন বলবয়সহ মোট ১৭ জনের করোনা পজেটিভ এসেছে।’

আবু হাসান চৌধুরী প্রিন্স জানিয়েছেন, ‘এই পরিস্থিতিতে ক্লাবের প্রিমিয়ার লীগে অংশ নেয়া সম্ভব নয়। আমরা মঙ্গলবার বাফুফেকে চিঠি দিয়ে বিস্তারিত জানাবো এবং আমাদের লীগের খেলাগুলো অন্তত ১৪দিন পিছিয়ে দেয়ার আবেদন করবো। কারণ, এই সময়টা কোচ, খেলোয়াড় এবং বলবয়দের কোয়ারেন্টিনে রাখতে হবে।’
জানা গেছে, জাতীয় দলের আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে কোচ শন লেন নিজের বাসায় থাকলেও ফুটবলাররা ছিলেন ক্লাবেই। এখন কোচকে নিজের বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। করোনাক্রান্ত ফুটবলাররা ক্লাবেই রয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status