বাংলারজমিন

কঠোর লকডাউন বাস্তবায়নে প্রস্তুত রূপগঞ্জ উপজেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

২০২১-০৬-২২

প্রাণঘাতী করোনাভাইরাস জনিত রোগ বিস্তার রোধে নারায়ণগঞ্জ জেলাসহ ৭ জেলায় কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল বিকালে মন্ত্রিপরিষদের উপ-সচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর প্রেক্ষিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে  বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্‌ নূসরাত জাহান। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, করোনাভাইরাস জনিত (কোভিড-১৯) সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর এবং গোপালগঞ্জ জেলাসমূহের সার্বিক কার্যাবলী চলাচল (জনসাধারণের চলাচলসহ) আজ সকাল ৬টা থেকে ৩০শে জুন মধ্যরাত পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। এ সময়ে শুধুমাত্র জরুরি পরিষেবা, বিদ্যুত, জ্বালানি, গ্যাস, ফায়ার সার্ভিস বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, পণ্যবাহী ট্রাক চলাচল করবে। বাকি সবকিছু বন্ধ থাকবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাহ্‌ নূসরাত জাহান বলেন, করোনা সংক্রমণরোধে নারায়ণগঞ্জ জেলার পাশাপাশি রূপগঞ্জ উপজেলাকেও লকডাউন করা হবে। এ উপজেলায় লকডাউন বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। এছাড়া প্রজ্ঞাপন পাওয়ার সঙ্গে সঙ্গে পুরো উপজেলায় মাইকিং করা হয়েছে। প্রতিদিন নিয়মিতভাবে পুলিশের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতে একাধিক টিম টহলরত থাকবে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status