বাংলারজমিন

তিস্তার পানি বৃদ্ধি পেয়ে পানিবন্দি ২ হাজার পরিবার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

২২ জুন ২০২১, মঙ্গলবার, ৯:০৫ অপরাহ্ন

উজানের ঢলে রংপুরের গঙ্গাচড়ায় আবারো তিস্তার পানি বৃদ্ধি পেয়ে চরাঞ্চলসহ তীরবর্তী এলাকার প্রায় ২ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে রাস্তা-ঘাট।
জানা গেছে, ভারিবর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি পায়। তিস্তার পানি বৃদ্ধি পেয়ে গত রোববার রাত থেকে ভোর পর্যন্ত বিপদ সীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছিল। পানি বৃদ্ধির কারণে উপজেলার তিস্তাবেষ্টিত প্রায় ১৫টি চরের ২ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। কোলকোন্দ ইউনিয়নে বিনবিনা এলাকায় স্বেচ্ছাশ্রমের বাঁধটি আবারও ভেঙে যাচ্ছে। সোমবার দুপুর ১২টায়  ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার (৫২.৬০ সেমি) ১৮ সেমি নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।
সরজমিন গিয়ে দেখা যায়, কোলকোন্দ ইউনিয়নের চিলাখাল, চরমটুকপুর, বিনবিনা এলাকার ১২শ’ ও লক্ষ্মীটারী ইউনিয়নের শংকরদহ, চরইচলী, এলাকার ৬শ’ এবং গজঘণ্টা ইউনিয়নের ছালাপাক, জয়দেবসহ নিম্ন্ন এলাকা ২শ’ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বাড়িঘরে পানি ঊঠায় বিনবিনা এলাকায় কিছু লোক গবাদিপশু, বাড়ির আসবাবপত্রসহ রাস্তায় কিংবা উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। ইচলি এলাকায় তলিয়ে যাওয়া ধান কাটছেন কৃষক।
পানি বৃদ্ধির কথা স্বীকার করে কোলকোন্দ ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন রাজু বলেন, কোলকোন্দ ইউনিয়নের চিলাখাল, উত্তর চিলাখাল, মটুকপুর, বিনবিনা মাঝের চর, সাউদপাড়া ও বাবুরটারী বাঁধেরপাড়, বিনবিনা এলাকায় ১ হাজার ২শ’ পরিবার পানিবন্দি।  লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, তার ইউনিয়নের শঙ্করদহ, ইচলি, জয়রামওঝা ও বাগেরহাট এলাকায় ৬শ’ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকারিয়া পানি বৃদ্ধির কথা স্বীকার করে বলেন, দুপুরে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ১৮ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে বিকালে একটু কমতে শুরু করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status