খেলা

অস্ট্রেলিয়ার কঠিন শর্ত মেনে নিচ্ছে বিসিবি

স্পোর্টস রিপোর্টার

২২ জুন ২০২১, মঙ্গলবার, ৯:০২ অপরাহ্ন

অবশেষে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন ৩ শর্তই মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী আগস্টে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। সিরিজটি মিরপুর শেরে বাংলা ও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা ছিল বিসিবির। কিন্তু করোনা পরিস্থিতির কারণে অজিরা এক ভেন্যুর বাইরে কোনোভাবেই খেলতে রাজি নয় বলে জানায়। সেই সঙ্গে তারা শর্ত জুড়ে দেয় বাংলাদেশ সফরে বিমান বন্দরে এসে উন্মুক্ত ইমিগ্রেশন করবে না। পাসপোর্ট প্রতিনিধির কাছে রেখেই তারা সরাসরি টিম হোটেলে উঠতে চায়। এছাড়াও যে হোটেলে তারা থাকবে সেখানে বাইরের কোন অতিথি প্রবেশ করতে পারবে না। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এমন সব দাবি শেষ পর্যন্ত মেনে নিতে যাচ্ছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি দৈনিক মানবজমিনকে বলেন,‘হ্যাঁ, বাংলাদেশ সফরে আসার ক্ষেত্রে ক্রিকেট অস্ট্রেলিয়ার কিছু দাবি ছিল। আমরা সেগুলো নিয়ে কাজ করেছি। আমরা এক ভেন্যুতেই সিরিজের ৫টি ম্যাচ আয়োজন করব। এছাড়াও তারা ইমিগ্রেশন থেকে সরাসরি হোটেলে আসবে, তবে পাসপোর্টগুলো বিমানবন্দরের প্রক্রিয়াগুলো শেষ হওয়ার পরই তাদের ফেরত দেয়া হবে।’
অস্ট্রেলিয়ার শর্ত মেনে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানও। তিনি বলেন,‘করোনা পরিস্থিতির কারণে আমরাও চিন্তা করেছি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বাইরে ম্যাচগুলো আয়োজন করবো না। অস্ট্রেলিয়ার বাকি শর্তগুলো নিয়েও আমরা কাজ করছি।’
অজিদের ৩ দাবির মধ্যে সবচেয়ে কঠিন শর্ত ছিল হোটেলে অবস্থানের সময় আর কোন অতিথি আসতে দেয়া যাবে না। এই শর্তও মানার ক্ষেত্রে বিসিবি অনেকদূর অগ্রসর হয়েছে বলে জানান জালাল ইউনুস। তিনি বলেন,‘আমরা এরইমধ্যে নির্দিষ্ট হোটেলগুলোর সঙ্গে কথা বলেছি। দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলে আমি বিশ্বাস করি।’
অন্যদিকে, বিসিবির নমনীয় হওয়ার অন্যতম কারণ অজিদের দীর্ঘ সময় পর আতিথেয়তা দেয়া। এছাড়া আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে শক্তিশালী অজিদের বিপক্ষে খেললে টাইগারদের প্রস্তুতিটা বেশ ভাল হবে। সবশেষ অস্ট্রেলিয়া ২০১৭ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে এসে ২ টেস্টের সিরিজ খেলে। আর স্বল্প পরিসরের সিরিজ সবশেষ তারা খেলেছে ২০১১ সালের এপ্রিলে। সেবার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে তারা বাংলাদেশে এসে। তবে তারা কখনও বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি ফরম্যাটের দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। এবারই প্রথম তারা এই ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status