খেলা

ববি হচ্ছেন জিম্বাবুয়ে সফরে টিম লিডার

স্পোর্টস রিপোর্টার

২২ জুন ২০২১, মঙ্গলবার, ৯:০২ অপরাহ্ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ঘোষণা দেন জাতীয় দলের বিদেশ সফরে থাকবেন একজন করে বোর্ড পরিচালক। সেই ধারাবাহিকতায় গেল মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে টিম লিডার হিসেবে গিয়েছিলেন বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। এরপর শ্রীলঙ্কা সফরে দীর্ঘদিনের মান অভিমান ভেঙে টিম লিডার হিসেবে যোগ দেন খালেদ মাহমুদ সুজন। ধারণা করা হচ্ছিল তিনি হয়তো নিয়মিত হবেন। তবে এবারো তিনি সরে দাঁড়াচ্ছেন বলেই জানা গেছে। তার পরিবর্তে এবার জাতীয় দলের সঙ্গে টিম লিডার হিসেবে যেতে পারেন আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি। ২০১৩ সালের পর বিসিবির পক্ষ থেকে তিনি সুযোগ পাচ্ছেন জাতীয় দলের সঙ্গী হয়ে যাওয়ার। যদিও এই পরিচালক জানিয়েছেন এখনো বিষয়টি নিশ্চিত হয়নি। দৈনিক মানবজমিনকে ববি বলেন, ‘আমি প্রস্তাব পেয়েছি। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাইনি। আজই (গতকাল) হয়তো জানিয়ে দেবো। যাবো না তা বলছি না, তবে সেই সময়টাতে আমার কিছু কাজ আছে। তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত দিতে একটু সময় নিচ্ছি।’
যদিও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, আহমেদ সাজ্জাদুল আলম ববির টিম লিডার হিসেবে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হ্যাঁ, এবার জিম্বাবুয়ে সফরে জাতীয় দলের সঙ্গে ববি ভাই যাচ্ছেন। এমনটাই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ এ ছাড়াও আকরাম খান জানিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে সফরের সূচি নিশ্চিত হয়েছে। আগে থেকেই গুঞ্জন ছিল ২৯শে জুন বাংলাদেশ দল যাবে জিম্বাবুয়ে সফরে। বুলাওয়েতে পৌঁছে একদিন বিশ্রাম নিবে।
বলা চলে মাত্র একদিন কোয়ারেন্টিন থেকেই ১লা জুলাই থেকে শুরু করবে অনুশীলন। এরপর ৭ই জুলাই থেকে শুরু হবে সফরের একমাত্র টেস্ট ম্যাচ। এ বিষয়ে আকরাম খান বলেন, ‘হ্যাঁ, জিম্বাবুয়ে সফরে সূচি চূড়ান্ত হয়ে গেছে। ৭ই জুলাই একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে এই সফরে মাঠের লড়াই।’
অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এক সময় মিডিয়া বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন বিসিবির অভিজ্ঞ পরিচালক ববি। সাবের হোসেন চৌধুরীর বোর্ডে তিনি মিডিয়া বিভাগের দায়িত্ব পালন করেন। ২০০৯ এ ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় দলের সঙ্গী ছিলেন এই পরিচালক। এ ছাড়াও বেশ কয়েকটি সফরে দলের সঙ্গে গিয়েছেন। সেই ধারাবাহিকতায় ২০১৩ তে জিম্বাবুয়ে সফরেও ছিলেন। তবে এরপর ৮ বছর কেটে গেলেও তাকে আর কোনো সফরে পাঠায়নি বিসিবি। এ বিষয়ে ববি বলেন, ‘ আমি জাতীয় দলের সঙ্গী হিসেবে অনেকগুলো সফরেই ছিলাম। সবশেষ গিয়েছিলাম ২০১৩ তে। এবার যদি সুযোগ বের করতে পারি আশা করি যাবো।’

বাংলাদেশ-জিম্বাবুয়ে সূচি
৭ই জুলাই-১১ জুলাই: টেস্ট, বুলাওয়ে
১৬ই জুলাই: ১ম ওয়ানডে, হারারে
১৮ই জুলাই: ২য় ওয়ানডে, হারারে
২০শে জুলাই: ৩য় ওয়ানডে, হারারে
২৩শে জুলাই: ১ম টি-টোয়েন্টি, হারারে
২৫শে জুলাই: ২য় টি-টোয়েন্টি, হারারে
২৭শে জুলাই: ৩য় টি-টোয়েন্টি, হারারে
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status