অনলাইন
নগরকান্দায় ঘর পেলো ১১০ ভূমিহীন পরিবার
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
২০২১-০৬-২১
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান কার্যক্রম ২য় পর্যায়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গতকাল নগরকান্দায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রকল্পের আওতায় ১১০টি পরিবারের মাঝে জমির দলিল ও চাবি হস্তান্তর করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা (অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব) তাসলিমা আলী, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার (ভূমি) আহসান মাহমুদ রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবীর, নগরকান্দা থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার রিটা প্রমুখ।