কলকাতা কথকতা

কলকাতা কথকতা

হাইকোর্টে সরকারের আর্জি খারিজ, রাজ্যপাল উত্তরবঙ্গে, হিংসা নিয়ে বিজেপির আওয়াজ তীব্র হচ্ছে

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২১ জুন ২০২১, সোমবার, ২:৪৩ অপরাহ্ন

কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতিকে নিয়ে গড়া বিশেষ বেঞ্চ সোমবার যে রায় দিলো তাতে পশ্চিমবঙ্গ সরকার ফের ব্যাকফুটে গেল। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় মানবাধিকার কমিশনকে সরেজমিনে অনুসন্ধানে রাজ্যে এলে রাজ্য সরকারকে তাদের সবরকম সাহায্য করার যে নির্দেশ দিয়েছিল তা পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল মমতা সরকার। তাদের বক্তব্য ছিল, ভোটোত্তর সন্ত্রাসের যে কথা বলা হয়েছে জনস্বার্থের মামলার আবেদনে তার কোনও অস্তিত্ব নেই। হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ  খারিজ করে দিয়ে পূর্বের আদেশ বহাল রাখে। এর ফলে রাজ্য যে আরও চাপে পড়ে গেল তা বলাই বাহুল্য। সুপ্রিম কোর্টও ইতিমধ্যে ভোট পরবর্তী দুটি মৃত্যু ও তিনটি নারী নিগ্রহ ও ধর্ষণের ঘটনা মামলার জন্য গ্রহণ করায় রাজ্য সরকারের ওপর চাপ দ্বিগুণ হয়ে গেছে। রাজ্যপাল জগদীপ ধনখর দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাজ্যের ভোট পরবর্তী অবস্থা নিয়ে রিপোর্ট দিয়ে আসার পর আজ উত্তরবঙ্গে উড়ে গেছেন। এই অবস্থায় রাজ্যে কি রাষ্ট্রপতি শাসন হতে পারে? কোনও কোনও মহল  মনে করছে যে রাজ্যপাল ইতিমধ্যেই রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে এসেছেন। আবার অন্য একটি মহলের মতে, সরাসরি ৩৫৬ ধারা প্রয়োগ না করে রাজ্যে ৩৫৫ প্রয়োগ করা হতে পারে। এর দ্বারা পুলিশ প্রশাসন সহ বেশ কয়েকটি বিভাগের পরিচালনভার কেন্দ্রের হাতে যেতে পারে। তৃতীয় মতটি হলো সদ্য বিশাল মেনডেট পাওয়া সরকারকে ফেলে দিয়ে তাদের শহীদ হওয়ার অবকাশ দেবে না বিজেপি। বরং, তারা নাগাড়ে নির্বাচিত সরকারকে বিরক্ত করে যাবে যাতে সরকার নিজেরাই ভুলের ফাঁদে জড়ায় এবং জনবিচ্ছিন্ন হয়। তবে, ভোটোত্তর সন্ত্রাস আর হিংসা নিয়ে রাজ্য যে একটু বিব্রত তা বুঝে নিতে অসুবিধা হয় না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status