বাংলারজমিন

সেনবাগে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে দলিল লিখক সমিতি

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

২১ জুন ২০২১, সোমবার, ৯:০৭ অপরাহ্ন

নোয়াখালীর সেনবাগ সাব-রেজিস্ট্রার তানিয়া তাহেরের ঘুষসহ নানা অনিয়মের প্রতিবাদে দলিল লিখক সমিতির কলম বিরতি, কর্মবিরতি ও অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন। সাধারণ সম্পাদক আইনুল হক বাহাদুরের পরিচালনায় গতকাল সকাল ১০টায় সমিতির অস্থায়ী কার্যালয়ে বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি তালেবুজ্জামান। সাব-রেজিস্ট্রার তানিয়া তাহেরের ঘুষ দাবি, অশালীন আচরণ, দলিল লিখক মো. আলী হোসেন সনদপত্র নং ২৮২৫ ও কাজী হুমায়ুন সনদপত্র নং ৩৫৭৪ দ্বয়ের বিরুদ্ধে সাব-রেজিস্ট্রারের লিখিত অভিযোগ নিঃশর্ত প্রত্যাহার ও দলিল লিখকদের দাখিলীয় অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে সমিতির ১৩৭ জন দলিল লিখকরা। এর আগে সেনবাগে ‘সাব-রেজিস্টারের ঘুষ দাবির অভিযোগ’ শিরোনামে গত রোববার দৈনিক মানবজমিন পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status