খেলা

উরুগুয়ের বিপক্ষে প্রতিশোধ নিতে পারবে কি চিলি?

স্পোর্টস ডেস্ক

২১ জুন ২০২১, সোমবার, ৯:০৩ অপরাহ্ন

আর্জেন্টিনার বিপক্ষে হার দিয়ে কোপা আমেরিকা শুরু করেছে উরুগুয়ে। এবার আরেক শক্তিশালী প্রতিপক্ষ চিলির মুখোমুখি হবে দলটি। আজ রাত ৩টায় অ্যারেনা প্যানটানালে মুখোমুখি হবে দুই দল।
২০১৯ আসরেও একই গ্রুপে ছিল দল উরুগুয়ে-চিলি। সেবার গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় দু’দল। দাপুটে নৈপুণ্য দেখিয়েও ১-০ গোলে হারে চিলি। গত বছর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচেও উরুগুয়ে ২-০ গোলে হারায় অ্যালেক্সিস সানচেজদের। এবার প্রতিশোধ নেয়ার সুযোগ চিলির সামনে।
নিজেদের উদ্বোধনী ম্যাচে দু’দলই আসরের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনার মুখোমুখি হয়। লিওনেল স্কালোনির দলকে রুখে দিয়ে কোপা যাত্রা শুরু করে চিলি। লিওনেল মেসির ছবির মতো ফ্রি-কিক গোলের পর ম্যাচে সমতা টানেন এদুয়ার্দো ভারগাস। দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে ১-০ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে অবস্থান চিলির।
তবে নিকোলাস ওতামেন্ডি-ক্রিস্টিয়ান রোমেরোদের রক্ষণ ভেদ করতে পারেনি উরুগুয়ে। আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলের হারে কোপা অভিযান আরম্ভ হয় লুইস সুয়ারেজদের। ফিফা র‌্যাঙ্কিংয়ে উরুগুয়ে ৭ নম্বরে আর ৯ ধাপ পিছিয়ে ১৭তম স্থানে রয়েছে চিলি। ‘হেড টু হেড’ পরিসংখ্যানও ফেভারিট মানছে উরুগুয়েকে। ৮২ আন্তর্জাতিক ফুটবল ম্যাচে উরুগুয়ের জয় ৪৬ ম্যাচে। অপরদিকে ১৯ ম্যাচে জয় পায় চিলি। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে চিলি। শেষ পাঁচ ম্যাচের দু’টিতে জয়ের সঙ্গে ৩ ড্র রয়েছে তাদের। অপরদিকে এক জয়ের বিপরীতে দু’টি করে ড্র ও হার উরুগুয়ের। মাসের শুরুতে দু’ম্যাচের নিষেধাজ্ঞা কাটালেও শুরু থেকেই এডিনসন কাভানিকে পাচ্ছে উরুগুয়ে। দ্বিতীয় ম্যাচেও কাভানি-সুয়ারেজদের নেতৃত্বে শক্তিশালী দল নিয়ে নামবে উরুগুয়ে। আসর শুরুর আগেই চোটের কারণে ছিটকে যান অ্যালেক্সিস সানচেজ। গত ম্যাচের ‘উইনিং ইলেভেন’ নিয়েই মাঠে নামার সম্ভাবনা বেশি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status