বাংলারজমিন

পটকা ফোটানোয় বিয়ের আসরে তালাক!

সৈয়দপুর (নীলফমারী) প্রতিনিধি

২১ জুন ২০২১, সোমবার, ৭:৫৯ অপরাহ্ন

নীলফামারীর সৈয়দপুরে বিয়ের আসরে পটকা ফোটানোকে কেন্দ্র করে বিয়ে ভেস্তে গেছে। অবশেষে ৯৯৯ কল পেয়ে পুলিশ এসে বরপক্ষকে উদ্ধার করে এবং কাজী ডেকে দেয়া হলো তালাক। উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলি দলবাড়ি পাড়ায় গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। গত শনিবার দুপুরে বিয়ের আসরে নেয়া হয় কনেকে তালাক।
এলাকাবাসী জানায়, ওই এলাকার রশিদুল ইসলামের মেয়ে সুমাইয়া আক্তার সাথীর (১৯) সঙ্গে গত ২২শে এপ্রিল বিয়ে  রেজিস্ট্রি হয় একই উপজেলার কাশিরাম বেলপুকুর ডাঙ্গাপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে আরশাদুল ইসলামের। গত ১৮ই জুন রাতে কনের বিদায়ের সময় বরপক্ষের লোকজন কনেপক্ষের মেয়েদের সামনে শুরু করেন পটকাবাজি। একপর্যায়ে কনেপক্ষ বাধা দিলে বর আরশাদুল তর্কে জড়িয়ে পড়েন। এভাবে উভয়পক্ষের বাক-বিতণ্ডায় অবশেষে হাতাহাতিতে রূপ নেয়। এতে দু’টি মাইক্রোবাসসহ বরপক্ষকে সারারাত আটকে রাখা হয়। পরদিন সরকারি জরুরি  সেবা ৯৯৯ কল পেয়ে পুলিশ বরযাত্রীদের উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। পরে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে কনেকে তালাক দেয়া হয়। অনুষ্ঠানে যৌতুক বাবদ বরপক্ষকে দেয়া ২ লাখ ৩০ হাজার বুঝে নেয়া হয়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান সত্যতা নিশ্চিত করে জানান, ৯৯৯ কল পেয়ে বরপক্ষকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status