প্রথম পাতা

বাসায় ফিরেছেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার

২০২১-০৬-২০

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাতে ৫৩ দিন পর হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফিরেন সাবেক এই প্রধানমন্ত্রী। রাত সোয়া আটটার দিকে হাসপাতাল থেকে সাদা রঙের একটি প্রাইভেটকারে করে বাসায় ফিরেন খালেদা জিয়া। গত ১৪ই এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর গত ২৭শে এপ্রিল খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ৬ দিন পর ৩রা মে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে জরুরিভাবে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। তিনি ৯ই মে করোনার সংক্রমণ থেকে সুস্থ হন। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
গত বৃহস্পতিবার বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার চিকিৎসকেরা বলেছেন, তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। কারণ তিনি করোনা থেকে মুক্ত হলেও আথ্রারাইটিস সহ পুরনো অনেকগুলো রোগের উপযুক্ত চিকিৎসা না হওয়ায় সেগুলোর জটিলতা বেড়েছে। এর মধ্যে হার্ট, কিডনি ও লিভারে সমস্যা তৈরি হয়েছে। তার পুরনো অসুখ রয়েছে। এসব রোগের উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়া প্রয়োজন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status