দেশ বিদেশ

রংপুর বিভাগে করোনা আতঙ্কে উদ্বিগ্ন প্রশাসন

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে

২০২১-০৬-২০

করোনা আতঙ্ক বেড়ে চলেছে রংপুর বিভাগে। উদ্বিগ্ন হয়ে পড়েছে প্রশাসনসহ সর্বমহল। বিভাগের দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও সীমান্ত ঘেঁষা জেলা ও এলাকাগুলোতে কড়াকড়িভাবে লকডাউন শুরু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৮ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের একজন, ঠাকুরগাঁওয়ের ৩ জন, দিনাজপুরের ৪ জন রয়েছেন। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় প্রাণ গেল ৪৫২ জনের। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আবু জাকিরুল ইসলাম।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৬৩১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬৬ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় ১১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা নমুনা পরীক্ষার শতকরা ২৯ শতাংশ।
এদিকে রংপুরে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা কোয়ারেন্টিন সেন্টারে চীনের সিনোফার্ম-এর টিকা দেয়া হয় রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমানসহ অন্যরা। উদ্বোধনী দিনে ২৯৪ জন শিক্ষার্থীকে করোনার টিকা দেয়া হয়।
রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু বলেন, এ কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে শুধুমাত্র মেডিকেল শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া হচ্ছে। যেন তাদের ক্লাস চালু করা যায়। তা না হলে আগামীতে দেশ চিকিৎসক সংকটে ভুগবে এবং সাধারণ মানুষের চিকিৎসা ব্যাহত হবে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status