বাংলারজমিন
বাইসাইকেল পেলেন তাড়াশের গ্রামপুলিশরা
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
২০২১-০৬-২০
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল (এডিপি) থেকে গ্রামপুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে গ্রামপুলিশদের বাইসাইকেল বিতরণ করেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ রায়গঞ্জ) আসনের এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।
ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, বারুহাস ইউপি চেয়ারম্যান মো. মোক্তার হোসেন মুক্তা, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান মো. বাবুল শেখ প্রমুখ। এদিকে বাইসাইকেল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ গ্রামপুলিশ বাহিনী তাড়াশ উপজেলা সভাপতি শ্রী রাজিব কুমার দাশ। তিনি বলেন, বাইসাইকেল পাওয়ায় আমাদের কাজে কষ্ট লাঘব হবে।
ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, বারুহাস ইউপি চেয়ারম্যান মো. মোক্তার হোসেন মুক্তা, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান মো. বাবুল শেখ প্রমুখ। এদিকে বাইসাইকেল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ গ্রামপুলিশ বাহিনী তাড়াশ উপজেলা সভাপতি শ্রী রাজিব কুমার দাশ। তিনি বলেন, বাইসাইকেল পাওয়ায় আমাদের কাজে কষ্ট লাঘব হবে।