দেশ বিদেশ

ফারহানাকে ভুলবে না নরসিংদীবাসী

জাবেদ রহিম বিজন, নরসিংদী থেকে ফিরে

১৯ জুন ২০২১, শনিবার, ৭:৪৪ অপরাহ্ন

সৈয়দা ফারহানা কাউনাইন। নরসিংদীর প্রথম নারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট। ১৭তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর ৩ বছর ৩ মাসের কর্মকালে নানাক্ষেত্রে অর্জন করেন শ্রেষ্ঠত্ব। সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে বদলি হয়েছেন মাঠ প্রশাসনের জনপ্রিয় এই কর্মকর্তা। বিদায়লগ্নে প্রশংসায় ভাসছেন তিনি।
নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী বলেন, সৈয়দা ফারহানা কাউনাইন চলনে-বলনে-কথাবার্তায় এবং আচরণে খুবই ভালো একজন মানুষ। একজন সৃজনশীল-সৃষ্টিশীল মানুষ। দেশের মাটি ও মানুষকে আপন ভেবেই তিনি এখানে কাজ করেছেন ৩ বছর। আমাদের জেলা প্রশাসক কার্যালয়, সার্কিট হাউজকে সুসজ্জিত করেছেন। জবস কর্ণার স্থাপন করে সাড়ে ৫০০ লোককে বিভিন্ন শিল্প কারখানায় কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এছাড়া স্কুল-কলেজগুলো সুন্দরভাবে পরিচালনার জন্য মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপনের পাশাপাশি অনলাইনে ক্লাসগুলো যাতে হয় সেই চেষ্টা করেছেন। কোভিড-১৯ মোকাবিলায় তিনি ও তার প্রশাসন বিরাট ভূমিকা পালন করেন। কুইক সার্ভিস টিম গঠন করেন। পথশিশু থেকে শুরু করে ওপর লেভেলের সবার সঙ্গে ভালো আচরণ করেছেন। কথাবার্তা শুনেছেন। চেষ্টা করেছেন সাধ্য অনুযায়ী কাজ করে দেয়ার। নরসিংদীর প্রবীণ সাংবাদিক, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক নিবারণ রায় বলেন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষাসহ সব সেক্টরের জন্যই কাজ করেছেন তিনি। নরসিংদী শিল্প ও বণিক সমিতির প্রেসিডেন্ট, এফবিসিসিআই’র পরিচালক মো. আলী হোসেন শিশির বলেন, ‘কর্মসংস্থান নরসিংদী’ নামে তিনি নতুন থিম দাঁড় করিয়েছেন। যার মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি  হয়েছে।
জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি ভিন্নধর্মী কাজের জন্য সৈয়দা ফারহানা কাউনাইন পেয়েছেন অনেক পুরস্কার। নরসিংদীতে কাজের জন্য সেরা জেলা প্রশাসকের পুরস্কার পান। ‘কর্মসংস্থান নরসিংদী’ নামক বিশেষ উদ্যোগের জন্য ব্যক্তিগত ক্যাটাগরিতে ২০১৯ সালে ‘জনপ্রশাসন পদক’ দেয়া হয় তাকে। প্রেসিডেন্ট আবদুল হামিদের কাছ থেকে এই পদক গ্রহণ করেন তিনি। প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৮’ গ্রহণ করেন। শুদ্ধাচার চর্চায় অবদানের জন্য শুদ্ধাচার পুরস্কার ২০২০ এবং ২০১৯ সালে ‘নরসিংদী জেলার উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় নরসিংদী’ নামক সৃজনশীল ও উদ্ভাবনী উদ্যোগের জন্য বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং ২০১৯-এ প্রথম স্থান অর্জন করেন। সর্বশেষ  পেয়েছেন ‘জাতীয় ডিজিটাল পুরস্কার ২০২০’। ২০১৮ সালে তথ্য অধিকার চর্চার বিভিন্ন সূচকে সন্তোষজনক অবদানের জন্য সারা দেশে ২য় হয় নরসিংদী জেলা। এর আগে ২০১৩ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের অন্যতম একটি বাড়ি, একটি খামার প্রকল্পে বিশেষ অবদানের জন্য জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা’ নির্বাচিত হন সৈয়দা ফারহানা কাউনাইন। প্রধানমন্ত্রীর কাছ থেকে এই সম্মাননা পদক গ্রহণ করেন।
ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে সৈয়দা ফারহানা কাউনাইন বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা হিসেবে ২০০১ সালের ২৮শে মে সিলেট বিভাগীয় কার্যালয়ে কর্মজীবন শুরু করেন। তার পিতা ব্রাহ্মণবাড়িয়ার প্রথিতযশা আইনজীবী  প্রয়াত সৈয়দ সিরাজুল ইসলাম ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং গণপরিষদের সদস্য। তার স্বামী মো. সায়েদুর রহমান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি। চাকরি সূত্রে ফেলোশিপসহ বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণে অংশগ্রহণে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, চীন, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভারত সফর করেন। ২০১৮ সালে নরসিংদীর জেলা প্রশাসক হিসেবে যোগদানের আগে তিনি ঢাকা কালেক্টরেটে এডিসি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে  উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
নরসিংদীতে যোগদানের পর প্রশাসকের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি ভিন্নমাত্রার কাজের জন্য প্রশংসিত হয়ে ওঠেন তিনি। জেলার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানে তার গৃহীত উদ্যোগে এখন পর্যন্ত ৫০০ জনের কর্মসংস্থান হয়েছে। এই উদ্যোগকে টেকসই করতে কর্মসংস্থান নরসিংদী  নামে ওয়েবসাইট, অ্যাপস ও ডাটাবেজ চালু প্রক্রিয়াধীন। ২০১৯ সালে মহান বিজয় দিবসে ‘মমতার পরশ’ নামে ৯৯ জন বীরগর্ভা মাকে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করেন জেলা প্রশাসক ফারহানা। সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক সংগঠন বাঁধনহারা থিয়েটার স্কুলের অত্যাধুনিক স্টুডিও থিয়েটার, হজরত কাবুল শাহ নরসিংদী কালেক্টরেট পাবলিক স্কুলের নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হয়। শিক্ষার্থীদের খেলাধুলা ও বিনোদনের জন্য নির্মিত হয়েছে মিনি পার্ক। মেধাবী দরিদ্র, সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ২০১৮ সালে জেলা প্রশাসক শিক্ষাবৃত্তি চালু করা হয়। এলজিএসপি প্রকল্পের অধীনে ৭৭টি স্কুলের সামনে অভিভাবক ছাউনি ‘ছায়া পরশ’ নির্মাণ করা হয়েছে। নরসিংদীর অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য নির্মিত হয়েছে অবসর ভবন। নরসিংদী ডায়াবেটিক সমিতি পরিচালিত নরসিংদী ডায়াবেটিক হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নে তিন তলাবিশিষ্ট বর্ধিত ভবন করা হয়। সেখানে স্থাপিত হয়েছে কিডনি ডায়ালাইসিস সেন্টার, যেখানে চিকিৎসায় অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা হয়। এমন আরও অনেক ভালো কাজের জন্যই প্রথম নারী জেলা প্রশাসক ফারহানা স্মরণীয় হয়ে থাকবেন নরসিংদীর মানুষের কাছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status