অনলাইন

দেবি শেঠিসহ ২৬ বিশেষজ্ঞের শঙ্কা

করোনার তৃতীয় ঢেউয়ে ঝুঁকিতে পড়বে শিশুরা

কূটনৈতিক রিপোর্টার

১৯ জুন ২০২১, শনিবার, ১২:৫৯ অপরাহ্ন

অক্টোবরের মধ্যেই ভারতে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ আসতে পারে। তবে নানা কারণে দ্বিতীয় ঢেউয়ের তুলনায় কম শক্তিশালী হবে তৃতীয় ঢেউ। কিন্তু এটি বিপদ বা ঝুঁকিতে ফেলতে পারে শিশুদের! এমনটাই মনে করছেন দেবি শেঠিসহ ভারতের ২৬ জন বিশেষজ্ঞ। সম্প্রতি সংবাদ সংস্থা রয়টার্স ৪০ জন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিজ্ঞানী, ভাইরোলজিস্টদের মতামত নিতে একটি সমীক্ষা চালায়। সকলের মতামত নেওয়ার পর দেখা যায়, বেশির ভাগই (২৬ জন) বলেছেন, দেশে অক্টোবরেই আছড়ে পড়তে চলেছে করোনার তৃতীয় ঢেউ। আর এর রেশ চলতে পারে আরো এক বছর। তাদের মতে, ক্রমে টিকাকরণের গতি বৃদ্ধি ও প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার ফলে দ্বিতীয় ঢেউয়ের মতো তীব্র আকার হয়ত ধারণ করবে না তৃতীয় ঢেউ, কিন্তু সংক্রমণ ঘটবে। করোনার প্রথম এবং চলমান দ্বিতীয় ধাক্কায় সামান্য সময়ের মধ্যে যেভাবে হাসপাতাল ও চিকিৎসা পরিকাঠামো তৈরি করা হয়েছে, তাতে তৃতীয় ধাক্কা মোকাবিলায় খানিক সুবিধা পাওয়া যাবে। ডিরেক্টর রণদীপ গুলেরিয়া আগেই বলেছিলেন, টিকাকরণ ও প্রাকৃতিক ভাবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার ফলে তৃতীয় ঢেউয়ের তীব্রতা কিছুটা কমবে। বিশেষজ্ঞরাও সেই দিকেই ইঙ্গিত করছেন। যদিও অনেকেই শিশুদের বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তৃতীয় ঢেউয়ে শিশুদের বিপদই বেশি বলে মনে করছেন তারা। কারণ, শিশুরাই একমাত্র, যাদের টিকাকরণ এখনও শুরু হয়নি। বিশেষজ্ঞদের এক তৃতীয়াংশ, অর্থাৎ ৪০ জনের মধ্যে ২৬ জন বলেছেন, তৃতীয় ঢেউ এলে সমস্যায় পড়তে হবে শিশুদের। প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠির মতে, বিপুল সংখ্যায় শিশুরা আক্রান্ত হলে স্বাস্থ্য পরিকাঠামোর দিক থেকে সত্যিই আমরা প্রস্তুত নই। শেষ মুহূর্তে এসে আমাদের সত্যিই আর কিছু করার নেই। দেশে শিশু চিকিৎসার জন্য আইসিইউ বেডের সংখ্যা খুবই কম। এর ফলে ভয়ঙ্কর পরিণতি হতে পারে। অবশ্য সমীক্ষায় মতামত দেয়া এক তৃতীয়াংশ বিশেষজ্ঞ অর্থাৎ ১৪ জন তৃতীয় ঢেউয়ে শিশুদের বিশেষ কোনও ঝুঁকি নেই বলে অভয় দিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status