বাংলারজমিন

ঠাকুরগাঁওয়ে ঘর পাচ্ছে ২২৯৬ ভূমিহীন পরিবার

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও থেকে

১৯ জুন ২০২১, শনিবার, ১১:৫০ পূর্বাহ্ন

দ্বিতীয় পর্যায়ে ঠাকুরগাঁওয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম জানান, আগামী ২০শে জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী একযোগে দ্বিতীয় পর্যায়ে গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। এ পর্যায়ে ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলায় ২২৯৬টি আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দ দিয়েছেন। এর মধ্যে ১৮০৫টি ঘরের উদ্বোধন করা হবে। যার প্রতিটি ঘরের বরাদ্দ ধরা হয় ১ লাখ ৯০ হাজার টাকা। আর  বাকি ঘরগুলোর কাজ শেষ হলে সময়মত উদ্বোধনের উদ্যোগ গ্রহণ করা হবে। আমরা মনে করি, প্রতিটি গৃহহীন পরিবার তাদের আবাসস্থল হিসেবে ঘরগুলো বরাদ্দ পাবেন। এতে গৃহহীনরা অনেকটাই সাচ্ছন্দে জীবনযাপন করবেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, স্থানীয় সরকার এর উপ-পরিচালক নুর কুতুবুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, ভুমি কর্মকর্তা কামরুল হাসান সোহাগ, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টো, সম্পাদক আব্দুল লতিফ লিটু এবং মানবজমিন স্টাফ রিপোর্টার রেজাউল প্রধান সহ জেলার বিভিন্ন  প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status