বাংলারজমিন

চাঁদপুরে একদিনে শনাক্তের হার ৩২.৩০ শতাংশ

চাঁদপুর প্রতিনিধি

১৯ জুন ২০২১, শনিবার, ১১:৪৮ পূর্বাহ্ন

চাঁদপুরে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। করোনা শনাক্তের হার এখন দেশের শীর্ষে আছে চাঁদপুর জেলা। গত বছর থেকে এ পর্যন্ত ১৫ মাসে গত ২৪ ঘন্টায় ছিলো সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত। একদিনে নমুনা পরীক্ষার হিসেবে করোনা শনাক্তের হার হয়েছে ৩২.৩০ ভাগ। অথচ গতকাল এই হার ছিলো ২০.২১ ভাগ। একদিনের ব্যবধানে আক্রান্তের হার ১২% এর অধিক বেড়েছে।
সিভিল সার্জন অফিসের তথ্যে, এদিন চাঁদপুর ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয় ২১ জনের। উপজেলা ভিত্তিক এই সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদরে ১১, শাহরাস্তিতে ১, ফরিদগঞ্জে ১, মতলব দক্ষিণে ৫ ও মতলব উত্তরে ২ জন। এছাড়া শরীয়তপুর জেলার সদর উপজেলার ১ জনের করোনা শনাক্ত হয়েছে চাঁদপুরে।
এদিকে নতুন শনাক্ত হওয়া ২১ জনসহ জেলায় এই ১৫ মাসে করোনায় আক্রান্ত হলো ৫০৫৫ জন। মারা গেছেন ১২৪ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status