খেলা

পেরিসিচের রেকর্ড গোলে টিকে রইল ক্রোয়েশিয়ার আশা

স্পোর্টস ডেস্ক

১৯ জুন ২০২১, শনিবার, ৯:৩৭ পূর্বাহ্ন

চেক প্রজাতন্ত্রের জন্য সমীকরণটা ছিল সহজ। জিতলেই নিশ্চিত হয়ে যেত শেষ ষোলো। শুরুটাও তারা করেছিল দুর্দান্ত। পাত্রিক শিক এগিয়ে দিয়েছিলেন চেক প্রজাতন্ত্রকে। ইভান পেরেসিচ ত্রাতা হয়ে আসেন ক্রোয়েশিয়ার। অভিজ্ঞ এই মিডফিল্ডারের গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে গত বিশ্বকাপের রানার্সআপরা। গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে শুক্রবার ‘ডি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

৩৭তম মিনিটে শিকের সফল স্পট কিকে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। কর্নারে হেডের সময় এই ফরোয়ার্ডকে ক্রোয়াট ডিফেন্ডার দেয়ান লভরেন কনুই দিয়ে আঘাত করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দলের ২-০ ব্যবধানের জয়ে দুটি গোলই করেছিলেন শিক। এর একটি ছিল আবার মাঝমাঠ থেকে অবিশ্বাস্য এক গোল। তিন গোল নিয়ে তিনি উঠে গেলেন আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে। মেজর টুর্নামেন্টে মিলান বারোসের পর প্রথম চেক ফুটবলার হিসেবে অন্তত তিন গোল করলেন শিক। ২০০৪ ইউরোয় মিলান বারোস করেছিলেন ৫ গোল।

৪৭তম মিনিটে চমৎকার এক গোলে দলকে ম্যাচে ফেরান পেরিসিচ। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে ডি-বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ইন্টার মিলানের অভিজ্ঞ এই মিডফিল্ডার। টানা চার মেজর আন্তর্জাতিক টুর্নামেন্টেই (২০১৪ ও ২০১৮ বিশ্বকাপ এবং ২০১৬ ও ২০২০ ইউরো) জালের দেখা পেলেন পেরিসিচ। ক্রোয়েশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।

বিশ্বকাপ ও ইউরোয় ৮ গোল হয়ে গেলো পেরিসিচের। বড় দুই আসরে ক্রোয়েশিয়ার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ডেভর সুকার (৯ গোল)। মঙ্গলবার স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ ক্রোয়েশিয়ার। সেদিনই কি ক্রোয়াট কিংবদন্তি স্ট্রাইকার ডেভর সুকারের পাশে বসবেন পেরিসিচ?

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status