দেশ বিদেশ

ঘাটাইলে করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

১৯ জুন ২০২১, শনিবার, ৯:১৫ অপরাহ্ন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৬নং দিঘলকান্দি ইউনিয়নের দুইবারের জনপ্রিয় চেয়ারম্যান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল সকাল সাড়ে ১০টায় মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে তার মুত্যু হয়। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন মধুপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন বর্তমানে আমাদের হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সুবিধা থাকার কারণে আগে থেকে করোনা ইউনিটের সকল প্রস্তুতি সম্পন্ন ছিল। তিনি আসার দশ মিনিট পরই মারা যান। তালুকদার মো. শাহজাহান বলেন, নজরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে কালিহাতী পৌরসভার ২নং ওয়ার্ডের সালেংকাতে তার বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। কালিহাতী উপজেলা প্রশাসন তার বাসা লকডাউন করে। অবস্থার অবনতি হলে গতকাল সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান। এদিকে, টাঙ্গাইলে করোনা সংক্রমণের হার বেড়ে ৪৩.২৮ ভাগে দাঁড়িয়েছে। যা গতকাল ছিল ৩৬.১০ ভাগ। ওই জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৩৫টি নমুনা পরীক্ষায় ১৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৯৭০ জনে। আর এ পর্যন্ত মারা গেছেন ৯৭ জন। বিধিনিষেধ চলমান থাকার পরও হাটবাজার ও শপিংমলগুলোতে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status