দেশ বিদেশ

চট্টগ্রামের আলোচিত সেই দুদক কর্মকর্তাকে হঠাৎ বদলি, নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

১৯ জুন ২০২১, শনিবার, ৯:১৫ অপরাহ্ন

গেল সপ্তাহে চট্টগ্রাম অঞ্চলে দুর্নীতি দমন কমিশন (দুদক) বেশ কয়েকটি চাঞ্চল্যকর অভিযান চালিয়েছিল। এর মধ্যে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির বাসায় ২১টি অবৈধ গ্যাস দেয়ার অভিযোগে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির জিএমসহ ৩ জনকে আটক, রোহিঙ্গাদের ভোটার আইডি করে দেয়ায় কয়েকজন প্রভাবশালী জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সর্বশেষ ১৫ই জুন রোহিঙ্গাসহ ৫৫ হাজার ৩১০ জনকে অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ঘটনায় নির্বাচন কমিশনের (ইসি) এক পরিচালকসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তবে এর মাত্র এক ঘণ্টার মধ্যেই এই অভিযানে নেতৃত্ব দেয়া দুদকের উপ-সহকারী পরিচালক (চট্টগ্রাম-২) মো. শরীফ উদ্দিনকে পটুয়াখালীতে  বদলি করা হয়। আর এই ঘটনা নিয়ে বন্দরনগরীর সুশীল সমাজে আলোচনা সমালোচনা চলছে।
জানা যায়, উপ-সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার পর শরীফ উদ্দিন চট্টগ্রামে বেশ কয়েকটি আলোচিত অভিযান পরিচালনা করেন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ স্বাস্থ্যখাতের অনিয়ম-দুর্নীতি বন্ধে অভিযান চালিয়ে ব্যবস্থা গ্রহণ, রেলওয়ে পূর্বাঞ্চলে খালাসি পদে ১৯ জনকে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এক কোটি ২ লাখ ৪৪ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপকসহ ৪ কর্মকর্তাকে গ্রেপ্তার, রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট পেতে সহায়তা ও জালিয়াতি করে জন্ম নিবন্ধনের মামলায় কক্সবাজার পৌরসভার ৩ জন কাউন্সিলরসহ পৌরসভার জন্ম নিবন্ধন শাখার অফিস সহকারী দিদারুল ইসলামকে গ্রেপ্তার করেছিলেন তিনি।
নানা অনিয়মের অভিযোগে কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় অভিযান চালিয়ে এক শীর্ষ দালাল ও কর্মকর্তাকে আটক, কক্সবাজারের পিবিআই অফিস তৈরিতে দুর্নীতির অভিযোগে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা ও রাজনীতিকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার করেছিলেন শরীফ উদ্দিন।
চলতি মাসেই কর্ণফুলী গ্যাসের অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির জিএম সরোয়ার হোসেন, সরকারের গত মেয়াদের প্রভাবশালী মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুল হকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন শরীফ। এই ঘটনায় জিএমসহ প্রতিষ্ঠানটির ৩ জনকে তাৎক্ষণিক আটক করা হয়। এরপর রোহিঙ্গাদের ভোটার আইডি কার্ড করায় সহযোগিতার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের বেশ কয়েকজন প্রভাবশালী কাউন্সিলরসহ নির্বাচন কমিশন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন তিনি। এদিকে চলমান দুর্নীতি বিরোধী এইসব সাঁড়াশি অভিযানে নেতৃত্ব দেয়া শরীফ উদ্দিনকে হঠাৎ বদলির আদেশ দেয়ায় অনেকটা অবাক চট্টগ্রামের সুশীল সমাজ। তারা বলছেন, প্রভাবশালী দুর্নীতিবাজদের চাপে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক সমালোচনা। এ বিষয়ে কক্সবাজার নাগরিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী মানবজমিনকে বলেন, দুদকের চলমান অভিযানে দুর্নীতিবাজদের ভীত নড়ে গিয়েছিল। কক্সবাজার ভূমি অধিগ্রহণ অফিসের দুর্নীতি, রোহিঙ্গাদের বাংলাদেশিকরণ সিন্ডিকেটের বিরুদ্ধে বেশ কয়েকটি সাহসী পদক্ষেপ নেয়া হয়েছিল। এজন্য হয়তো এসব অভিযানে নেতৃত্ব দেয়া কর্মকর্তাকে গণ-বদলির সিরিয়ালে ফেলে এখান থেকে সরিয়ে দেয়া হচ্ছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর চট্টগ্রাম সাধারণ সম্পাদক আখতার কবির চৌধুরী বলেন, বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে শরীফ উদ্দিনের নেতৃত্বে দুদকের অভিযানে সাধারণ মানুষ ব্যাপক খুশি হয়েছিল। তবে এই বদলির কারণে দুদকের প্রতি মানুষের আস্থা আবারও কমে যাবে। একইসঙ্গে এ রকম সাহসী কর্মকর্তাদের বদলির কারণে সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তারা মনোবল হারিয়ে ফেলবেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের চট্টগ্রাম অফিসের এক কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, শরীফ উদ্দিনের দুর্নীতি বিরোধী চলমান অভিযানে প্রশাসনের একটি মহল বেশ অসন্তুষ্ট ছিল। বিশেষ করে কক্সবাজারের ভূমি অধিগ্রহণ শাখায় অভিযান চালানোর কারণে সেখানকার বাসিন্দা এক সিনিয়র আমলা তার উপর ক্ষুব্ধ ছিল। তবে সর্বশেষ এই ১৬ই জুন রোহিঙ্গাদের ভোটার আইডি কার্ড করতে সহযোগিতা করার অভিযোগে চট্টগ্রাম নির্বাচন কমিশন অফিসের একজনের বিরুদ্ধে মামলা করায় সিনিয়র ওই আমলার রোষাণলে পড়তে হয়েছে শরীফ উদ্দিনকে। এছাড়া পেট্রোবাংলা ও কর্ণফুলী গ্যাসের দুর্নীতিবাজরা তার বদলির আদেশে কলকাঠি নেড়েছেন। তবে এ বিষয়ে জানতে চাইলে দুদকের পরিচালক (প্রশাসন) জহির রায়হান মানবজমিনকে বলেন, ‘আসলে এই বিষয়ে আমাদের কথা বলার কোনো এখতিয়ার নেই। তাই এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status