দেশ বিদেশ

ডিজে-পুল পার্টির নামে দেহব্যবসা

পূর্বাচলে মাদক ও জুয়া খেলার সরঞ্জামসহ আটক ২৪

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

১৯ জুন ২০২১, শনিবার, ৮:৫৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজউকের অধীনে নির্মাণাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পে গড়ে উঠেছে অস্থায়ী রেস্টুরেন্ট ও পার্ক রিসোর্ট। এসব রেস্টুরেন্ট ও পার্ক রিসোর্টে ডিজে আর পুল পার্টির নামে অবাধে চলছে মাদক ও দেহ ব্যবসা। সেইসঙ্গে চলছে জুয়াখেলার আসর। অনলাইনে প্রকাশ্য বিজ্ঞাপন দিয়ে উঠতি বয়সের তরুণ যুবকদের আকৃষ্ট করা হয় এসব আয়োজনে। গত বৃহস্পতিবার গভীর রাতে পূর্বাচলের ১নং সেক্টরের একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এই চক্রের ২৪ নারী পুরুষকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ।  এ সময় সেখান থেকে বিদেশি মদ, বিয়ার, জুয়াখেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, পূর্বাচলের বিভিন্ন রেস্টুরেন্ট ও এর আশেপাশে গড়ে ওঠা বিনোদন কেন্দ্র রিসোর্টে ডিজে এবং পুল পার্টির নামে অসামাজিক কর্মকাণ্ড বেড়েছে। এসব স্থানে জুয়া, দেহব্যবসা আর মাদকের আসর বসছে বলে আমাদের কাছে খবর ছিল। এমন সংবাদের ভিত্তিতে পূর্বাচলের ১নং সেক্টরের হোয়াইট হাউজ নামে একটি রেস্টুরেন্টে অভিযান চালাই আমরা। নারায়ণগঞ্জ (গ) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেনের নির্দেশে আমিসহ ওসি তদন্ত হুমায়ন কবির মোল্লা ও ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে পরিচালিত অভিযানে ১১ পতিতা ৭ খদ্দের ও ৬ হোটেল কর্মচারীসহ ২৪ জনকে গ্রেপ্তার করি। এ সময় তাদের কাছ থেকে ৯ ক্যান বিদেশি বিয়ার, ৩ বোতল বিদেশি মদ, নগদ ২ লাখ ৪৭ হাজার ৫ শত টাকাসহ বিপুল পরিমাণ জুয়াখেলার সরঞ্জাম জব্দ করা হয়।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ (গ) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন বলেন, পূর্বাচলের রেস্টুরেন্ট আর বিনোদন কেন্দ্রগুলোকে ঘিরে সম্প্রতিকালে এসব অনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবার কারণে এই অভিযান ধারাবাহিকভাবে চলবে। যারাই কোনো রকম অনৈতিক কর্মকাণ্ড ঘটিয়ে দেশের অন্যতম এই স্যাটেলাইট শহরকে বদনাম করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
 গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status