দেশ বিদেশ

ফকিরহাটে সংক্রমণের হার ৬৫.২১ শতাংশ, বাগেরহাটে করোনা আক্রান্ত আরও ৮৯ জন

বাগেরহাট প্রতিনিধি

১৯ জুন ২০২১, শনিবার, ৮:৫৩ অপরাহ্ন

বাগেরহাটে গতকাল করোনা সংক্রমণের হার ৫০ শতাংশ। ফকিরহাট উপজেলায় করোনা সংক্রমণের হার ৬৫.২১ শতাংশ। রামপাল উপজেলায় সংক্রমণের হার ৬২.৫ শতাংশ। করোনার হটস্পট মোংলা উপজেলায় করোনা সংক্রমণের হার এখনো ৫০ শতাংশ। বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৮৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১৭৮ জনের নমুনা পরীক্ষায় ৮৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বাগেরহাটে মোংলার পাশাপাশি নতুন হটস্পট আরও ৫ উপজেলা ফকিরহাট, রামপাল, বাগেরহাট সদর, শরণখোলা ও মোরেলগঞ্জ। বাগেরহাট স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
মোংলায় ২০টি নমুনা পরীক্ষায় ১০ জন করোনা শনাক্ত হয়েছে। যা গত ২৪ ঘণ্টার তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। নতুন করে করোনার হটস্পট হয়ে ওঠা ফকিরহাটে ২৩টি নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গত ২৪ ঘণ্টার তুলনায় ৪ শতাংশ বেশি। বাগেরহাট সদরে ৪১টি নমুনা পরীক্ষায় ১৯ জন করোনা শনাক্ত হয়েছে। সদরে করোনা সংক্রমণের হার ৪৬.৩৪ শতাংশ। মোংলার পাশাপাশি ফকিরহাট, রামপাল, বাগেরহাট সদর, শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলা করোনা সংক্রমণের নতুন হটস্পটে প্রতিদিনই আশংকাজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার হটস্পট মোংলায় কঠোর বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সাধারণ মানুষের চলাফেরা বেড়েছে। স্থানীয় হাটবাজারে মানুষের উপচে পড়া ভিড়। খেয়ায় গাদাগাদি করে যাত্রী পারাপার চলছে। প্রশাসনের আরোপিত কঠোর  বিধিনিষেধ ২৩শে জুন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে, জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫৬৬ জন।
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০ জন। বাগেরহাটে দ্বিতীয় ঢেউয়ে গত মার্চ মাস থেকে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status