বাংলারজমিন

মৌলভীবাজারে ঘর পাচ্ছেন ৬৫৭ পরিবার

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

১৯ জুন ২০২১, শনিবার, ৮:৫১ অপরাহ্ন

দ্বিতীয় পর্যায়ে একসঙ্গে মৌলভীবাজারে ৬ শত ৫৭টি অসহায় পরিবারকে ঘর দিচ্ছে সরকার। আগামীকাল প্রস্তুতকৃত ঘরগুলো সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের কনফারেন্স হলে জেলা প্রশাসন আয়োজিত প্রেস বিফিংয়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এ তথ্য জানান। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে দ্বিতীয় পর্যায়ে এসব পরিবারকে মুজিববর্ষের উপহার হিসেবে বিনামূল্যে সেমিপাকা ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রেস বিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক মেহদী আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মলিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমানসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এর আগে জেলায় প্রথম পর্যায়ে ১১শত ২৬টি ঘর হস্তান্তর করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status