বাংলারজমিন

বড়লেখায় ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

১৯ জুন ২০২১, শনিবার, ৮:৫১ অপরাহ্ন

মৌলভীবাজারের বড়লেখায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসব মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। অভিযানে সহায়তা করেছে বড়লেখা থানা পুলিশ। আদালত সূত্র জানায়, করোনার সংক্রমণ প্রতিরোধে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশে বৃহসপতিবার বিকালে বড়লেখা পৌর শহরে অভিযানে নামেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। এ সময় স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা এবং বাইরে অবস্থান করায় ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এসব মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন। গত শুক্রবার সকালে তিনি বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status